রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

নাগরিকরা দায়িত্ব পালন করছেন না

-অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

নাগরিকরা দায়িত্ব পালন করছেন না

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন চললেও সাধারণ মানুষ তা মানছে না। নাগরিক হিসেবে তাদের কিছু দায়িত্ব আছে। জনগণের সচেতনতা এবং তার নাগরিক দায়িত্বই করোনাভাইরাসের সংক্রমণ রোধে মূল রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে। অথচ মানুষ তাদের সেই নাগরিক দায়িত্ব পালন না করে বাইরে ঘুরছে, বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের কাজ করছে। তারা করোনা সংক্রমণের ভয়াবহতা বোঝারও চেষ্টা করছে না। সাধারণ নাগরিক এ বিষয়ে যেমন অসচেতন, তেমনি তারা তাদের নাগরিক দায়িত্বও পালন করছেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

 

সর্বশেষ খবর