সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

মন্ত্রণালয় দফতর খুলেছে

নিজস্ব প্রতিবেদক

চলমান ছুটির মধ্যেই স্বাস্থ্য অধিদফতরের ১৩ দফা নির্দেশনা অনুসরণ করে খুলেছে সব মন্ত্রণালয়, অধিদফতর। গতকাল বেশ কয়েকজন মন্ত্রী সচিবালয়ে নিজ দফতরে অফিস করেছেন এবং অনলাইনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠকও করেছেন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা হওয়ার পর এই প্রথম ছুটির মধ্যে সরকারের সব মন্ত্রণালয় অধিদফতর সীমিত আকারে তাদের কার্যক্রম শুরু করল। ৩০ মে পর্যন্ত ছুটির মেয়াদ বৃদ্ধি করে গত ১৪ মে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক ছুটির প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছিল ১৩ দফা স্বাস্থ্যবিধি মেনে মন্ত্রণালয় ও অধিদফতরগুলো তাদের প্রয়োজনের শাখা সীমিত আকারে খোলা রাখবে। সরকারের ওই নির্দেশনার পর গতকালই প্রথমবারের মতো সব মন্ত্রণালয় অধিদফতর তাদের কার্যক্রম শুরু করল। গতকাল সচিবালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, খাদ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী তাদের মন্ত্রণালয়ের অধীন বিভাগীয়, জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইন সভা করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, সমুদ্রে অবৈধ মৎস্য আহরণ বন্ধের। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সচিবালয়ে অফিস না করলেও মন্ত্রী পাড়ার বাসা থেকে রাজশাহী বিভাগের জেলা প্রশাসক ও বিভাগীয় এবং জেলা খাদ্য কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের প্রস্তুতির বিষয়ে সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এ সময় তিনি জানিয়েছেন, উপকূলীয় এলাকার জনসাধারণকে সাইক্লোন শেল্টার সেন্টারে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর অধীন সব দফতর সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে সভা করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। একইভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ভূমি, কৃষি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, পানি সম্পদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সমাজ কল্যাণ, স্বরাষ্ট্র, ধর্মসহ অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে সীমিত আকারে। এ ছাড়া গতকালও সচিবালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিং করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনেকদিন পর গতকাল সচিবালয়ের সব মন্ত্রণালয় ও দফতর সীমিত আকারে খোলা থাকায় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল গত দেড় মাসের মধ্যে অনেক বেশি। এর মধ্য দিয়ে অনেকদিন পর সচিবালয়ে যেন অনেকটা প্রাণচাঞ্চল্য ফিরে পেল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর