শিরোনাম
মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

প্রতিদিনই ভাঙছে রেকর্ড

দেশে ২৪ ঘণ্টায় মৃত ২১, শনাক্ত ১৬০২

নিজস্ব প্রতিবেদক

প্রতিদিনই ভাঙছে রেকর্ড

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে পুরনোকে ছাড়িয়ে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছেন ২১ জন। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬০২ জনের শরীরে। এই সংখ্যাও এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৮৭০ জনে। আর ভাইরাসটিতে দেশে মোট ৩৪৯ জন মারা গেছেন। গতকাল করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগের দিন ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ২৭৩ জনের। মারা যায় ১৪ জন।
ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৭ জন, কুমিল্লা ও রাজশাহীতে দুজন রয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে মোট ৪ হাজার ৫৮৫ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের ৪১টি পরীক্ষাগারে ৯ হাজার ৭৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৬ দশমিক ৩৭ শতাংশ রোগীর। এর আগের দিন পরীক্ষা করা হয় ৮ হাজার ১১৪ জনের। করোনা শনাক্ত হয় ১৫ দশমিক ৬৯ শতাংশ রোগীর। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ১৯৬টি। গড় শনাক্তের হার ১২ দশমিক ৮৮ শতাংশ। নমুনা পরীক্ষার বিবেচনায় বেড়েই চলেছে শনাক্তের হার। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে  নেওয়া হয়েছে আরও ২৩১ জনকে। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৬ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৭০০ জন। করোনার ঝুঁকি এড়াতে অধ্যাপক নাসিমা সুলতানা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এদিকে মুন্সীগঞ্জের  জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী, কুমিল্লা : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নগরীর মৌলভীপাড়া এলাকার সোনালী ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। এ ছাড়া জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কুমিল্লায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে। এদিকে লাকসামে চট্টগ্রামফেরত এক ব্যবসায়ীর পরিবারের সবার (ব্যবসায়ীসহ ৬ জন) করোনা আক্রান্ত হয়েছেন। বগুড়া : নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টকর্মী রয়েছেন। এ নিয়ে বগুড়ায় ৭৮ জনের করোনা শনাক্ত হলো। চাঁপাইনবাবগঞ্জ : নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত ৩৬ জন। জামালপুর : এক চিকিৎসকসহ নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এ জেলায় এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে জামালপুরে মোট করোনা শনাক্ত ১৪৪ জন। লক্ষ্মীপুর : এ জেলার রায়পুর উপজেলায় এক সপ্তাহে করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের। গত ৩ দিনে শনাক্ত হয় ২২ জন। নোয়াখালী : এক দিনে ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এ জেলায়। এ নিয়ে নোয়াখালীতে শনাক্ত হলো ১৭৪ জন। টাঙ্গাইল : নার্সসহ নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলে মোট শনাক্ত ৮৪ জন। কিশোরগঞ্জ : একজন মৃত ব্যক্তিসহ ৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ২১৮ জন। বরগুনায় নতুন করে দুজনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৪৪ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর