মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা
এফবিসিসিআইয়ের অভিযোগ

প্রণোদনা বাস্তবায়নে বাধা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকগুলো বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি বলেছেন- ব্যাংকগুলো অযৌক্তিক দাবি করছে। তারা সহজে এসেসমেন্ট করে ঋণ দিতে পারে, কিন্তু সেটা  করছে না ব্যাংক। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা বা এসএমইদের পাশেও দাঁড়াচ্ছে না ব্যাংক। গতকাল আয়োজিত অনলাইন আলোচনায় এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এতে আরও বক্তব্য দেন- সংগঠনটির সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সাবেক পরিচালক আবদুর রাজ্জাক, নাসিব সভাপতি নুরুল গনি শোভন, এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জামান প্রমুখ। শেখ ফজলে ফাহিম বলেন- আমরা ব্যাংকগুলোকে যাকে তাকে ঋণ দিতে বলছি না। ব্যাংকগুলোও যেন কোনো চাপে না পড়ে। তারাও অংশীজন। ব্যাংকের তারল্য বাড়াতে হবে। কীভাবে সহযোগিতার হাত বাড়ানো যায়, সেই লক্ষ্যে সবাই কাজ করছি। আমার বিশ্বাস ব্যাংকগুলো এগিয়ে আসবে। দ্রুত তহবিল যাতে ছাড়করণ হয়, সেই প্রয়াস অব্যাহত রাখছি।

এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন- ব্যাংক কীভাবে ঋণ দেবে, সেটা তারাও সঠিকভাবে বলতে পারছে না। এখন টাকা দরকার ব্যবসায়ীদের। কিন্তু ব্যাংকগুলো টাকা দিতে পারছে না। চলমান পরিস্থিতিতে ব্যাংকগুলোতে ডিজিটাল এপ্লিকেশন ব্যবস্থা দরকার।

সর্বশেষ খবর