মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

ইমারজেন্সি শব্দটাই বোঝে না তারা

ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার ‘ইমারজেন্সি’ শব্দটাই বোঝে না। না হয়, করোনা পরীক্ষার কিট নিয়ে এত সময় নষ্ট করতে পারত না। তিনি বলেন, একজন মানুষ যদি ১০টা দিন আগে তার করোনা আক্রান্তের কথা জানতে পারে- তাহলে নিজের ঘরে বসেই সে হেসে খেলেই সুস্থ হয়ে উঠতে পারবে। আর যদি এক দিন আগে জানে তাহলে মরার আগের দিন জানতে পারল যে সে করোনা আক্রান্ত হলো। আবার অনেকের মৃত্যুর আগে টেস্ট রিপোর্টটা জেনে যাওয়ার সৌভাগ্য পর্যন্তও হয় না। তাছাড়া সাড়ে তিন হাজার টাকা  খরচ করে করোনা পরীক্ষা করার মতো সামর্থ্যও এই দেশের অনেক মানুষের নাই। এই অবস্থায় জরুরি ভিত্তিতে টেস্ট কিটের ফয়সালাটা হয়ে গেলে হয়তো এদেশের কোটি কোটি গরিব মানুষের উপকার হতো। গতকাল বিকালে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় ডা. জাফরুল্লাহ জানান, বুধবার করোনা রোগ শনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত সমন্বিত অ্যান্টিজেন, অ্যান্টিবডি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের (বাড়ি নং-১৪-ই, সড়ক নং-৬) ৬ষ্ঠ তলায় গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীরোত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ফার্মেসি বিভাগের প্রধান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম। এ অনুষ্ঠানে দেশের আরও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানীরা অংশ নেবেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও জি আর কভিড-১৯ ডট ব্লট প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. মুহিবউল্লাহ খোন্দকার।

সর্বশেষ খবর