বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

মানুষের শুভবুদ্ধির উদয় হোক

-অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব

মানুষের শুভবুদ্ধির উদয় হোক

মরণঘাতী করোনা পরিস্থিতিতে মানুষের অবাধ চলাফেরায় হতাশ হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব। তিনি বলেন, এত লকডাউন, এত কড়াকড়ির মধ্যেও মানুষ যেভাবে ছুটে চলেছে তাতে এটুকুই বলব, মানুষের শুভ বুদ্ধির উদয় হোক। যেহেতু তাদের মরণের ভয়ও নেই, কোনো বাধাই মানছে না, তাতে আর কিইবা বলার আছে? গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক এই মহাসচিব। অধ্যাপক রশীদি মাহবুব বলেন, দিন দিন মৃত্যু ও আক্রান্তের হার বাড়ছে, এটা ঠিক। মানুষ যদি স্বাস্থ্যবিধি না মানে, তাহলে এটা শুধু ব্যক্তি সমস্যাই নয়, রাষ্ট্রীয় সমস্যাও। এত মানুষকে তো আর হাত পা বেঁধে রাখা সম্ভব নয়। কিন্তু এটাও ঠিক, মানুষ যদি স্বাস্থ্যবিধি না মানে, তাতে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। আগুনে ঝাঁপ দিলে মৃত্যুমুখে পড়বেই- এটা জানার পর কেউ যদি ঝাঁপ দেয় তাতে কী করার আছে। তবে করোনায় এতে ওই ব্যক্তি এককভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সে পরিবার সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বিশ্বে করোনার কোনো চিকিৎসা নেই। এখন চলছে উপসর্গের চিকিৎসা। করোনার কোনো সুনির্দিষ্ট ওষুধ বা টিকা এখনো আবিষ্কার হয়নি। তবে চেষ্টা চলছে। সবচেয়ে বড় কথা হলো, আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা মোকাবিলা অনেকাংশেই সম্ভব। করোনা পরীক্ষা প্রসঙ্গে ডা. রশীদি মাহবুব বলেন, রাষ্ট্রের দরকার যত বেশি পরীক্ষা করা যাবে তত বেশি মানুষকে আইসোলেটেড করা যাবে। সরকারকে বলব, বেশি পরিমাণে পরীক্ষা করান। প্রয়োজনে সব প্রাইভেট হাসপাতালকে অন্তর্ভুক্ত করুন। তারা যদি একটি নির্দিষ্ট পরিমাণে ফিও নেয়, তা নিতে পারে। সরকার একটু তদারকি করুক। এতে যারা টাকা দিয়ে করাতে চায়, তারা প্রাইভেট হাসপাতালে পরীক্ষা করাক। আমি মনে করি, বিধি মেনে টেস্টকে উন্মুক্ত করে দেওয়া যেতে পারে।

সর্বশেষ খবর