বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য খাতে বিপর্যয় ডেকে আনবে

-ডা. মুশতাক হোসেন

স্বাস্থ্য খাতে বিপর্যয় ডেকে আনবে

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেছেন, লকডাউনের শিথিলতায় ভাইরাস চাঙ্গা হচ্ছে। অর্থনীতিকে চাঙ্গা করতে গিয়ে লকডাউন শিথিল করা হচ্ছে। দলে দলে  মানুষ ঢাকায় ঢুকছে, ঢাকা থেকে বের হচ্ছে। এখন এত দ্রুত সংক্রমণ বাড়ার কথা ছিল না, কিন্তু রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এই সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একটা এলাকায় যদি অনেক রোগী পাওয়া যায় তাহলে সেটা বিপদের সংকেত। অল্প করে আক্রান্ত সংখ্যা বাড়লে সমস্যা ছিল না। শহরাঞ্চল বিশেষ করে ঢাকা ও আশপাশ অঞ্চল, চট্টগ্রাম, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুরে এক জায়গায় রোগী পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে জরুরি ছাড়া বাইরে যাওয়া যাবে না। এটা ঈদের কেনাকাটার সময় নয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোয় স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাঠে নামাতে হবে। যেসব দোকান-মালিক নিয়ম মানবে না তাদের আইনের আওতায় আনতে হবে। এই অনিয়ন্ত্রিত কেনাকাটা ঝুঁকি বাড়াচ্ছে। এত ঝুঁকি সামলানোর ক্ষমতা আমাদের নেই। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে করোনা স্বাস্থ্য খাতে বিপর্যয় ডেকে আনবে।

সর্বশেষ খবর