বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

ঝুঁকি বাড়াচ্ছে জনসমাগম

-এম ফজলে আকবর

ঝুঁকি বাড়াচ্ছে জনসমাগম

বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল এম ফজলে আকবর (অব.) বলেছেন, প্রতিদিন করোনা আক্রান্ত বাড়লেও জনসচেতনতা বাড়েনি। এ প্রবণতা বিপদ ডেকে আনছে। ফেরিঘাটে মানুষের ঢল, মুখে কারও মাস্ক নেই। এ জনসমাগম ঝুঁকি বাড়াচ্ছে। অর্থনীতিসহ  সার্বিক পরিস্থিতি সামলাতে রাষ্ট্রীয় পর্যায়ে অ্যাকশন প্ল্যান প্রয়োজন ছিল। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, মানুষের এই ঢাকা আসা এবং ঢাকা থেকে বের হয়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে তা বন্ধ করতে হবে। এজন্য রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে, রাজনৈতিক কর্মীদের নিজ এলাকার জনগণের সমস্যাগুলো দেখতে হবে, জনগণকে সচেতন করে তুলতে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা চালু রাখতে হবে। অনেক গার্মেন্টে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে। এ বছর ঈদ উৎসবের নয়। যেখানে আছি সেখানেই নিরাপদে থেকে ঈদ পালন করতে হবে। দরিদ্র মানুষের খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তায় সমন্বিত উদ্যোগ নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর