বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

এই শপিং যেন জীবনের শেষ শপিং না হয়

নিজস্ব প্রতিবেদক

এই শপিং যেন জীবনের শেষ শপিং না হয়

‘এখনো সময় আছে, সতর্ক হোন। ঈদের নামে শপিং করার ব্যাপারে সতর্ক থাকুন। এই শপিংই যেন জীবনের শেষ শপিং না হয়।’ কথাগুলো বলেছেন, নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমদ। দায়িত্ব গ্রহণের পর গতকাল প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঢাকা থেকে রওয়ানা হয়ে ফেরিঘাটে আটকে যাওয়া ঘরমুখী মানুষদের স্ব-স্ব অবস্থানে ফিরে  আসার আহ্বানও জানিয়েছেন তিনি। রাজারবাগে পুলিশ লাইন্স অডিটরিয়ামে আসন্ন ঈদুল ফিতর ও করোনা মহামারীতে আইনশৃঙ্খলা বিষয়ে ওই ব্রিফিংয়ে ড. বেনজীর আহমেদ বলেন, করোনায় মৃত্যু হচ্ছে। এটা কোনো জুজুর ভয় নয়। রিয়েল ফ্যাক্ট। শপিংমল ও শপিং সেন্টারগুলো খোলা হয়েছে। আমরা মার্কেট সমিতির সঙ্গে কথা বলেছি, এসব বিষয়ে সরকার নির্দেশনা জারি করেছেন। যাতে করে মার্কেটগুলোতে শপিং নিরাপদ হয়। এ ক্ষেত্রে মার্কেট সমিতি, সেলস পারসন, ক্রেতা-বিক্রেতা সবাইকে মানতে হবে। শপিং করতে চাইলে স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে। ৫ দোকান দেখে ১০ দোকান দেখার পর এক দোকানে শপিং করার আমাদের একটা কালচার আছে। এবার সেটাকে পরিহার করতে হবে। ঢাকা থেকে রওয়ানা হয়ে ফেরিঘাটে আটকে যাওয়া ব্যক্তিদের উদ্দেশে আইজিপি বলেন, এই মুহূর্তে ফেরিঘাটে ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। এর মধ্যে অনেকে ফেরিঘাটে ভিড় করছেন। চোরাই পথে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছেন। আমার বক্তব্য হচ্ছে, দয়া করে যেখানে ছিলেন সেখানে ফিরে আসুন। তাদের ঢাকায় ফেরানোর জন্য পুলিশ প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে। মনে রাখতে হবে, বেঁচে থাকলে আরও অনেকবার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা যাবে। কিন্তু মারা গেলে কিংবা করোনা আক্রান্ত হলে এখানেই শেষ। দয়া করে কেউ ঝুঁকি নেবেন না। ঈদে করোনা সঙ্গে নিয়ে গিয়ে সংক্রমণের শঙ্কা তৈরি করবেন না। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ২৩টি জেলা করোনামুক্ত ছিল উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, যখনই লোকজন চলাচল বাড়িয়ে দিল, তখনই দেশজুড়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তাই চেকপোস্টেই থেমে যান। ফিরে আসুন। ঈদের নামাজ খোলা জায়গায় নয়, মসজিদে পড়ুন। যতটা সম্ভব কম সময় থাকুন।

বাসা থেকে সুরক্ষার সব প্রস্তুতি নিয়ে যাবেন। আর দয়া করে ঈদের দিন কেউ এখানে সেখানে ঘুরতে যাবেন না। মিডিয়াকর্মীদের উদ্দেশে আইজিপি বলেন, মিডিয়াকর্মীদের বিশেষ করে ক্রাইম রিপোর্টারদের আমরা সহকর্মী মনে করি। বিভিন্ন ক্রান্তিকালে আমরা একসঙ্গে মোকাবেলা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সর্বশেষ খবর