বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আলটিমেটাম ট্রাম্পের

প্রতিদিন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আলটিমেটাম ট্রাম্পের

আগামী এক মাসের মধ্যে যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখযোগ্য উন্নতি দেখাতে না পারে, তবে সংস্থাটিতে অর্থায়ন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার করোনাভাইরাস নিয়ে সংস্থাটির প্রথমবারের মতো দুই দিনের ভার্চুয়াল অধিবেশনের প্রাক্কালে ট্রাম্প এ হুমকি দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘চীনের পুতুল’ বলেও তিরস্কার করেন তিনি। খবর এএফফির। এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন স্থগিত করার ঘোষণা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, সংস্থাটি বেইজিংঘেঁষা ও তাদের হয়ে কথা বলছে। করোনভাইরাস মহামারী নিয়ে অব্যবস্থাপনার অভিযোগও তোলেন তিনি। গতকাল ট্রাম্প এক টুইটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুসকে লেখা চিঠির ছবি প্রকাশ করেন। ওই চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে জানানো হয়েছে, ‘যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনার প্রতিশ্রুতি না দেয়, তবে আমি সংস্থাটিতে অস্থায়ী অর্থায়ন বন্ধের সিদ্ধান্তটি স্থায়ী করে দেব এবং সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ রাখার বিষয়টিও বিবেচনা করব।’

ট্রাম্প বারবার অভিযোগ করছেন, বিশ্বব্যাপী মহামারী সৃষ্টিকারী ভাইরাসটি চীনের পরীক্ষাগার (ল্যাব) থেকে এসেছে। তার পুনর্র্নিবাচিত কর্মসূচি ভ ুল করতেই চীন আগেভাগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেনি। ট্রাম্প মার্কিন গোয়েন্দাদের ভাইরাসটির উৎপত্তি সম্পর্কে আরও সুনিশ্চিত করতে নির্দেশ দেন। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, সংস্থাটির লজ্জা হওয়া উচিত। তারা যেন চীনের জনসংযোগ প্রতিষ্ঠান বা পিআর এজেন্সির ভূমিকা পালন করছে।

সোমবার জেনেভায় শুরু হওয়া ৭৩তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি ঘিরে সরগরম আলোচনা শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সমাবেশে মহামারীর উৎস জানতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায় শতাধিক দেশ। অবশ্য আগে থেকেই চীনের দিকে অভিযোগের তীর তাক করে রেখেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তোপ দাগলেন ট্রাম্প। করোনা মোকাবিলায় ব্যর্থতার প্রসঙ্গ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের কথা অন্ধভাবে বিশ্বাস করছে। তারা চীনের হাতের পুতুল। চীনকেন্দ্রিক কাজে অভ্যস্ত। আমাদের অনেক বাজে পরামর্শ দিয়েছে।’

চিঠিতে ট্রাম্প লিখেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় যদি এটি চীন থেকে প্রকৃতপক্ষে স্বাধীনতা প্রদর্শন করতে পারে।

সর্বশেষ খবর