বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা
গবেষণায় দাবি

দ্বিতীয়বার হয় না করোনা

প্রতিদিন ডেস্ক

সুস্থ হয়ে ওঠার কয়েক সপ্তাহের মধ্যে ফের দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে। তবে দ্বিতীয়বার আক্রান্ত হওয়া এসব রোগী অন্যদের সংক্রমিত করতে পারবেন না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার একদল গবেষক। রয়টার্স।

কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর বিজ্ঞানীরা- ‘যারা করোনা থেকে সেরে ওঠার পরেও ফের তাদের দেহে ভাইরাসটির উপসর্গ দেখা দিয়েছে’ এমন ২৮৫ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে এ প্রমাণ পেয়েছেন। তারা দেখেছেন, দ্বিতীয়বার পজিটিভ রোগীরা ভাইরাসটি সংক্রমণ করছেন- এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে তাদের দেহ থেকে সংগৃহীত ভাইরাসের নমুনা ‘কালচার’ করা যায়নি। তার মানে ল্যাবরেটরিতে পরীক্ষার উপযুক্ত করে তোলা যায়নি। এর অর্থ হলো, এই রোগীরা যে ভাইরাস কণিকা ত্যাগ করছেন, সেগুলো মৃত কণিকা, যার দ্বারা সংক্রমণ সম্ভব নয়। এই গবেষণাটিকে করোনা নিয়ন্ত্রণের জন্য সুখবর হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে উঠলে তারা বলতে গেলে নিরাপদ। তাদের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলা নিয়েও দুশ্চিন্তায় পড়তে হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর