বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

টেস্ট করাতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষায় নমুনা দিতে গিয়ে মারা গেলেন ‘দৈনিক বাংলাদেশের খবর’র ফটো সাংবাদিক এম মিজানুর রহমান খান। গতকাল বেলা সোয়া ১২টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নমুনা সংগ্রহ বুথে গিয়েছিলেন মিজান। সেখানে ফরম পূরণ করার সময়ই অসুস্থ হয়ে পড়েন মিজান। পরে অ্যাম্বুলেন্স ডেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। তবে ঢামেক হাসপাতালে পৌঁছার আগেই মিজানুর রহমান মারা যান বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। গতকালই জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল হাজরা বলেন, দীর্ঘদিন ধরেই কিডনি রোগে ভুগছিলেন মিজান। সম্প্রতি তিনি জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। এজন্যই (বুধবার) ডিআরইউতে নমুনা  দেওয়ার জন্য গিয়েছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সর্বশেষ খবর