শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

চুরি বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক

চুরি বন্ধ করুন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যথেষ্ট হয়েছে, আর নয়। এবার ত্রাণ চুরি, অর্থ চুরি রোধ করে ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছে দিন। প্রয়োজনে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিতরণের দায়িত্ব দিন। তবু ঈদ সামনে রেখে এসব অসহায় মানুষকে আর বঞ্চিত করবেন না। গতকাল এক টেলি-কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান। এ সময় তিনি ভয়াবহ করোনা মহামারীসহ গত বৃহস্পতিবার ভোররাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংগঠিত ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের বিষয়েও কথা বলেন। তিনি যত দ্রুত সম্ভব সরকারকে আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর তাগিদ দিয়ে বলেন, তাদেরকে যে সহযোগিতা দেবেন তাতে যেন স্বচ্ছতা বজায় থাকে। স্বাস্থ্য খাতে দুর্নীতি-অনিয়মের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এগুলো এখন আর বলে লাভ নেই। এ নিয়ে সরকারেরও কোনো মাথাব্যথা নেই। দেশে স্বাস্থ্য ব্যবস্থা বলতে আর কিছু অবশিষ্ট নেই। আর চাল, ডাল, তেল থেকে শুরু করে সরকারি যাবতীয় ত্রাণসামগ্রী চুরির পর এখন চলছে অর্থ চুরি। প্রধানমন্ত্রী ঘোষিত দরিদ্র মানুষের জন্য আড়াই হাজার টাকা করে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটিও ভেস্তে গেছে চুরির জন্য। দেশের পত্রপত্রিকাসহ মিডিয়ায় এসব সংবাদ এসেছে। কাজেই দুস্থ, হতদরিদ্র মানুষের জন্য ত্রাণ বা অর্থ যা-ই পাঠানো হোক না কেন, পুলিশ কিংবা সেনাবাহিনীর সদস্যদের দিয়ে বিতরণের মাধ্যমে তার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিএনপির এই নীতিনির্ধারক সর্বস্তরের দলীয় নেতা-কর্মীসহ ঘরে থাকা জনগণকে আসন্ন রমজানের ঈদের শুভেচ্ছা জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর