শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা
মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

এবার ঢাকা ফেরার ভিড়

নিজস্ব প্রতিবেদক

এবার ঢাকা ফেরার ভিড়

ঢাকায় ফিরতে মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে গতকাল ছিল উপচে পড়া ভিড় -বাংলাদেশ প্রতিদিন

করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে এবার রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সাধারণ ছুটি না বাড়ানোর খবরে দেশের সব মহাসড়কে রাজধানীমুখী মানুষের চাপ বেড়েছে। মধ্যরাত থেকেই ঢাকামুখী যাত্রীরা ফেরিঘাটে ভিড় করছেন বলে জানিয়েছেন আমাদের মাদারীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি। ঢাকামুখী এসব যাত্রীর কাউকেই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি বলে জানিয়েছেন প্রতিনিধিরা।

এদিকে গতকাল সকাল থেকেই রাজধানীর প্রবেশপথ দিয়ে হাজার হাজার মানুষকে ঢাকায় ঢুকতে দেখা গেছে। কেউ ভাড়া করা মাইক্রোবাস ও প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে, আবার কেউ কেউ হেঁটেও রাজধানীতে ফিরেছেন বলে জানা গেছে। গাবতলী এলাকায় দেখা গেছে, বাস ছাড়া বাকি সব ধরনের যানবাহনে করে মানুষ ঢুকছে রাজধানীতে। আগের মতো পুলিশের চেকপোস্টে কড়াকড়ি নেই। বেশির ভাগ ফিরছেন ব্যক্তিগত গাড়ি, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেই। যাদের ব্যক্তিগত গাড়ি নেই তারা ফিরেছেন ভাড়া করা বিভিন্ন গাড়িতে। বেশির ভাগ ক্ষেত্রেই এসব গাড়িতে স্বাস্থ্য নির্দেশনা মানা হয়নি। একেকটি প্রাইভেট কারে পাঁচজনের জায়গায় ৭ থেকে ৮ জন চেপে বসে আসছেন। যাত্রাবাড়ী, সায়েদাবাদ এলাকায়ও অনেকেই ভাড়া করা মাইক্রোবাসে এসেছেন বলে জানিয়েছেন। পাঁচ থেকে ছয়গুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। দক্ষিণাঞ্চলের আরেকটি প্রবেশপথ মাওয়া ঘাটে দেখা গেছে ঢাকামুখী প্রাইভেট গাড়ির সারি। ঘাটের পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাখাওয়াত জানান, গণপরিবহন বন্ধ থাকলেও ঈদুল ফিতরের ছুটিতে ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামের বাড়ি যারা গেছেন তাদের এখন বেশি দেখা যাচ্ছে। মাদারীপুর : কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরিতে গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। গত কয়েক দিনের মতো গতকালও ফেরিতে গাদাগাদি করে যাত্রী পার হতে দেখা যায়। শারীরিক দূরত্ব মানার কোনো বালাই নেই। রাজবাড়ী : ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাটে রাজধানীমুখী যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। গতকাল সকাল থেকেই রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৫ নম্বর ফেরিঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা এসব যাত্রীর চাপ দেখা যায়। মানিকগঞ্জ : মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঢাকাগামী মানুষের যথেষ্ট চাপ ছিল। যাত্রীদের গাড়ির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে এসে গাড়ির অভাবে বিপাকে পড়েছেন এসব লোকজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর