শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই

ডা. এ বি এম আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অফিস খুলে গেছে। সীমিত আকারে গণপরিবহনও চালু হচ্ছে। কিন্তু থেমে নেই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। অর্থনৈতিক কারণে সরকার হয়তো এ সিদ্ধান্ত নিয়েছে। তাই করোনার হাত থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে  আরও বলেন, ঈদের আগে মানুষের ঢাকা ছাড়ার ঢল ছিল। ঈদ শেষ হতেই শুরু হয়েছে ঢাকায় ফেরার তাড়া। এতে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে। এর মধ্যে সরকার অফিস কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতিকে বাঁচাতে সরকার এই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। সবার কাজে ফেরার তাগিদ শুরু হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ চালিয়ে যেতে হবে। এখন সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। আক্রান্ত হার যদি বাড়তে থাকে তাহলে সিদ্ধান্তে পরিবর্তন আনতে হতে পারে। জনগণ যদি সচেতন হয় তাহলেই একমাত্র করোনা ঠেকানো সম্ভব। কাজে গেলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। অফিসে শারীরিক দূরত্ব বজায় রাখা খুব জরুরি।

সর্বশেষ খবর