শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

জাফরুল্লাহ চৌধুরীর পিসিআর টেস্টেও করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক

জাফরুল্লাহ চৌধুরীর পিসিআর টেস্টেও করোনা পজিটিভ

নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‌্যাপিড টেস্ট কিটের পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ার পর পিসিআর টেস্টেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর রিপোর্ট পজিটিভ। গত বুধবার পিসিআর টেস্টের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) নমুনা দিয়েছিলেন তিনি। গণস্বাস্থ্যের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন  যে, তিনি ভালো আছেন। তিনি নিয়মিত যেসব চিকিৎসা গ্রহণ করতেন সেগুলোই নিচ্ছেন। এদিকে করোনায় আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সন্ধ্যায় তাঁকে ফোন করেন বিএনপি চেয়ারপারসন। কিন্তু তিনি ঘুমিয়ে থাকায় খালেদা জিয়ার ফোনটা তখন ধরতে পারেননি।তবে একই দিন সন্ধ্যার পর বেগম খালেদা জিয়া তাঁর গুলশানের বাসা থেকে জাফরুল্লাহ চৌধুরীর জন্য কিছু ফল ও একগুচ্ছ ফুল পাঠিয়েছেন ঈদের শুভেচ্ছা এবং তার দ্রুত সুস্থতা কামনা করে। মঙ্গলবার সন্ধ্যার পর বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবীর খান খালেদা জিয়ার পক্ষ থেকে দেওয়া ঈদের শুভেচ্ছা ও ফল গণস্বাস্থ্যর ধানমন্ডি কার্যালয়ে পৌঁছে দেন।

সর্বশেষ খবর