শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

বিশ্বে ধনী বৃদ্ধির হারে শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বে ধনী লোকের সংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। গত এক দশকে বাংলাদেশে ধনী বৃদ্ধির হার বেড়েছে সবচেয়ে বেশি। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গত ১০ বছরে দেশে সম্পদশালী (৫০ লাখ ডলারের বেশি সম্পদের অধিকারী) সংখ্যা বেড়েছে গড়ে ১৪ দশমিক ৩ শতাংশ। বহুজাতিক আর্থিক পরামর্শ দানকারী প্রতিষ্ঠান ওয়েলথ এক্স বিশ্বের ধনী জনগোষ্ঠীর সম্পদ পর্যালোচনা              ও সামনের ১০ বছরের সম্পদ বণ্টন কেমন হবে তার ওপর একটি গবেষণায় এ তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এ ডিকেড অব ওয়েলথ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, গত এক দশকে ধনীর সংখ্যা বেড়েছে এমন দেশগুলোর মধ্যে ছোট-বড় অর্থনীতির মিশ্রণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে এশিয়ায়। প্রথম ১০টি দেশের মধ্যে ৬টিই এশিয়ার। এই তালিকার শীর্ষে বাংলাদেশ ও ভিয়েতনাম। উভয় দেশেই তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী ও আঞ্চলিক উৎপাদন বৃদ্ধির কারণে ধনী লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির গবেষণায় বাংলাদেশের পরেই রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনামে ৫০ লাখ ডলারের বেশি সম্পদের অধিকারী ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০ বছর ধরে গড়ে ১৩ দশমিক ৯ শতাংশ। চীনে ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে সাড়ে ১৩ শতাংশ, কেনিয়ায় ১৩ দশমিক ১ শতাংশ, ফিলিপাইনে ১১ দশমিক ৯ শতাংশ, থাইল্যান্ডে ১০ দশমিক ৬ শতাংশ, নিউজিল্যান্ডে ৮ দশমিক ৭ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ২ শতাংশ, পাকিস্তানে সাড়ে ৭ শতাংশ এবং আয়ারল্যান্ডে ৭ দশমিক ১ শতাংশ। ওয়েলথ এক্সের গবেষণায় বলা হয়েছে, গত এক দশক ছিল ধনীদের। ২০১০ সাল থেকে বিশ্বে ধনী ব্যক্তি ও তাদের সম্পদের পরিমাণ দুটোই বেড়েছে হুহু করে। যা মোট সম্পদের ৫০ শতাংশেরও বেশি। ২০০৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বে মিলিয়নিয়ারের (যার নিট সম্পদের সঙ্গে সঙ্গে কমপক্ষে ১০ লাখ ডলার রয়েছে) সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে প্রায় আড়াই কোটিতে পৌঁছেছে। ২০০৫ সালে বিশ্বের মোট ধনীর ১৮ দশমিক ৬ শতাংশ ছিল এশিয়ায়। ২০১৯ সালে এসে তা ২৭ শতাংশে পৌঁছেছে। সামগ্রিকভাবে সম্পদের এই বৃদ্ধি চালিত হয়েছে মূলত বৈশ্বিক অর্থনৈতিক কর্মক্ষমতা, পুঁজিবাজারের মান, বিশ্ববাজার এবং প্রতিটি দেশে জনসংখ্যার অনুপাতে সম্পদ বিতরণের ওপর। এশিয়ায় ৫০ লাখ ডলারের বেশি সম্পদশালী মানুষের সংখ্যা তিনগুণ হয়েছে। এক দশকে ১০ শতাংশ বেড়ে ২৭ শতাংশ হয়েছে।

সর্বশেষ খবর