সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

শিল্পপতি আবদুল মোনেম আর নেই

বসুন্ধরা গ্রুপের শোক

নিজস্ব প্রতিবেদক

শিল্পপতি আবদুল মোনেম আর নেই

দেশের সুপরিচিত শিল্পগোষ্ঠী আবদুল মোনেম লিমিটেডের (এএমএল) প্রতিষ্ঠাতা আবদুল মোনেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান। গত ১৭ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি কিডনির রোগেও ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। নিজের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বে ছিলেন তিনি। আবদুল মোনেমের মৃত্যুতে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আবদুল মোনেম লিমিডেটের নির্মাণ, খাদ্য, পানীয়, ওষুধ, অর্থনৈতিক অঞ্চলসহ নানা খাতে ব্যবসা রয়েছে। ১৯৫৬ সালে আবদুল মোনেম নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। এএমএলে ১০ হাজারের বেশি কর্মী কাজ করেন। আবদুল মোনেমের দুই ছেলে এ এস এম মাইনুদ্দিন মোনেম ও এ এস এম মহিউদ্দিন মোনেম আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক। গতকাল সন্ধ্যায় আবদুল মোনেমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দাফন করা হয়। এর আগে পরিবারের সদস্যসহ স্থানীয়রা জানাজায় অংশ নেন। আবদুল মোনেম গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইগলু আইসক্রিম, এএমএল কন্সট্রাকশন, ম্যাংগো পাল্প প্রোসেসিং, ইগলু ফুডস, ড্যানিশ বাংলা ইমালসন, ইগলু ডেইরি প্রোডাক্টস, সুগার রিফাইনারি, এম এনার্জি লিমিটেড, নোভাস ফার্মাসিউটিক্যালস, এএম আসফল্ট অ্যান্ড রেডিমিক্স লিমিটেড, এএম অটো ব্রিকস, এএম ব্র্যান অয়েল কোম্পানি, সিকিউরিটিজ ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং এএম বেভারেজ। এ গ্রুপের মালিকানাধীন আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল যাত্রা শুরু করে ২০১৫ সালে। এএম বেভারেজ ইউনিটের অধীনে কোকাকোলা ব্র্যান্ডের কোকাকোলা, ফ্যান্টা ও স্প্রাইট বোতলজাত করে আসছে আবদুল মোনেম লিমিটেড। আবদুল মোনেম ১৯৮৪ থেকে ১৯৯৪-৯৫ মৌসুম পর্যন্ত ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি ছিলেন। তার সময়ে ফুটবল লিগে ১৯৮৬, ১৯৮৭ ও ১৯৮৮ সালে হ্যাটট্রিক শিরোপা জেতে ঐতিহ্যবাহী ক্লাবটি।

সর্বশেষ খবর