বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

ভিন্ন আবহে ১১ জুন যেভাবে উত্থাপিত হবে বাজেট

নিজস্ব প্রতিবেদক

আগামী ১১ জুন পেশ হচ্ছে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট। এবারের বাজেট অধিবেশন আয়োজন করা হয়েছে ভিন্ন আবহে। অধিবেশন শুরু হবে ১০ জুন। বাজেট পাস হবে ৩০ জুন। কিন্তু করোনাভাইরাস মহামারী চলাকালে এ অধিবেশন অনুষ্ঠিত হবে সীমিত আকারে। এবার অধিবেশনে থাকবে না কোনো প্রশ্নোত্তর পর্ব। উত্থাপিত হবে না জরুরি জনগুরুত্বপূর্ণ কোনো নোটিস। জাতীয় সংসদে অর্থবছর ২০২০-২১ এর বাজেট আগামী ১১ জুন বিকাল সাড়ে ৩টায় উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল অর্থ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংসদ সচিবালয় থেকে জানানো হচ্ছে, করোনার কারণে উ™ভূত পরিস্থিতিতে এবারের অধিবেশনে মিডিয়া কাভারেজের জন্য সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না। সাংবাদিকদের বাজেট ডকুমেন্টস সংসদ ভবনের বাইরে পশ্চিম পার্শ্ববর্তী মিডিয়া সেন্টার থেকে ৩টা ১৫ মিনিটে বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থান থেকে বাজেট ডকুমেন্টস সংগ্রহ করার অনুরোধ করা হবে বলে অর্থ বিভাগ থেকে জানানো হয়েছে। সংসদ সচিবালয় থেকে চিঠি পাঠিয়ে সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে সংসদ টেলিভিশনে দেখে সংবাদ সংগ্রহের জন্য। সংসদ টেলিভিশন বাজেট অধিবেশন সরাসরি সম্প্রচার করবে। তবে বাজেট ডকুমেন্ট সংগ্রহ করার জন্য সংসদ ভবনের বাইরে সংসদের মিডিয়া সেন্টারে বিশেষ সেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনে যেহেতু রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন, সেজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তা বিভাগ সচিবালয়ের কাছে ১২ দফা বিধিনিষেধ আরোপের নির্দেশনা দিয়েছে। বাজেট অধিবেশন চলাকালে কোনোভাবে যেন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য এসব নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও সংসদ সচিবালয়ের কাছে আলাদা ১৩ দফা সুপারিশমালা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় নির্দেশনায় বলা হয়েছে, অধিবেশন চলাকালীন যেসব কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সংস্পর্শে আসতে পারেন তাদের কভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রেজাল্ট থাকতে হবে। পরীক্ষার পর থেকে তাদের  কোয়ারেন্টাইনে থাকার প্রতিবেদনও থাকতে হবে।

অধিবেশন কার্যকরের জন্য প্রয়োজনীয় জনবল ব্যতীত অন্য ব্যক্তিদের সংসদ চলাকালীন সংসদে গমনাগমনে নিরুৎসাহিত করা। সংসদ সদস্যদের ব্যক্তিগত গানম্যান, সহকারী ও ব্যক্তিগত কর্মকর্তাসহ সবাইকে সংসদ ভবনে গমনাগমনে নিরুৎসাহিত করা। সংসদে কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সংসদ সদস্যরা যারা সরকার ঘোষিত লকডাউন এলাকায় বসবাস করছেন, তাদের সংসদে গমনাগমন রহিত করা। অধিবেশনে নিয়োজিত ব্যক্তিরা যেন বহিরাগত বা অপ্রয়োজনীয় দর্শনার্থীর সঙ্গে মেলামেশা করতে না পারে, তা নিশ্চিত করা।

সর্বশেষ খবর