শিরোনাম
বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

যাত্রী সংকটে ফ্লাইট বাতিল বিমানের

নিজস্ব প্রতিবেদক

যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তুরীণ তিন রুটে গতকালের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে দুটি, সিলেটে দুটি ও সৈয়দপুরে তিনটি ফ্লাইট ঘোষণা করেছিল রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

তবে বিমান বাংলাদেশ জানায়, আজ বুধবার থেকে ফ্লাইট সংখ্যা কমানো হবে। আগের সাতটি ফ্লাইট থেকে কমিয়ে সৈয়দপুর রুটে দুটি, সিলেট রুটে একটি এবং চট্টগ্রাম রুটে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া বিমান ভাড়া কমানোরও চিন্তা করছে বিমান।

বাতিল হওয়া বিমান বাংলাদেশের সৈয়দপুর রুটের সর্বনিম্ন ওয়ানওয়ে টিকিটের দাম ধরা হয়েছিল ৩৩০০ টাকা, চট্টগ্রামে ৩১০০, সিলেটে ৩১০০ টাকা। করোনা দুর্যোগের কারণে অভ্যন্তরীণ রুটে ২৪ মার্চ থেকে বিমানের সব ফ্লাইট চলাচল বন্ধ করা হয়। তবে সোমবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর