বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে পুলিশ সহিংসতার তদন্ত করতে হবে

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রে পুলিশ সহিংসতার তদন্ত করতে হবে

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন-পীড়নে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে সেদেশে পুলিশি সহিংসতার ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন। সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন। গুতেরেসের ওই মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানায়, বিক্ষোভ হবে শান্তিপূর্ণ এবং বিশ্বের অন্য যে কোনো দেশের মতো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিক্ষোভকারীদের মোকাবিলায় অবশ্যই দমন-পীড়নের পথ পরিহার করতে হবে। ডুজারিক সাংবাদিকদের বলেন, আমরা কয়েক দিন ধরে পুলিশের বিভিন্ন সহিংস ঘটনা লক্ষ্য করছি। গত সপ্তাহে মিনেপোলিসে পুলিশের হাতে আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বুধবার থেকে প্রতি রাতে নিউইয়র্কে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ খবর