বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ০০:০০ টা

ভয়াবহ ব্রাজিল ভারতেও রেকর্ড আক্রান্ত

প্রতিদিন ডেস্ক

করোনা মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে এখন মৃতের সংখ্যা তিন লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা হয়েছে ৬৫ লাখেরও বেশি। ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬২ জনের মৃত্যুর মধ্য দিয়ে ব্রাজিল রেকর্ড তৈরি করেছে। এদিন সবচেয়ে বেশি মৃত্যুর দেশ যুক্তরাষ্ট্রে মারা যান ১ হাজার ১৩৪ জন। পাশাপাশি এশিয়ায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে মারা যান ৩২৪ জন, মেক্সিকোয় ২৩৭ জন, ভারতে ২২১ জন, রাশিয়ায় ১৮২ জন, পেরুতে ১৩৩ জন, ফ্রান্সে ১০৭ জন, ইতালিতে ৫৫ জন, পাকিস্তানে ৭৮ জন, ইরানে ৬৪ জন, সৌদি আরবে ২৪ জন। ভারতের ৪ রাজ্যে ৭৭ শতাংশ মৃত্যু : সরকারি সূত্রে বলা হয়েছে, করোনা আক্রান্ত ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সবার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন রাজ্য। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট-এই চারটি রাজ্যেই ১ লাখ ৩৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের ৬৬ শতাংশই ওই চার রাজ্যের বাসিন্দা। অন্যদিকে করোনায় মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি ও মধ্যপ্রদেশ- এই চারটি রাজ্যেই সর্বাধিক বেশি ৪ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মোট মৃতের মধ্যে ৭৭ শতাংশই ওই চার রাজ্যের বাসিন্দা। ব্রাজিলে মৃত্যুর নতুন রেকর্ড : করোনাভাইরাস মহামারীতে গত কয়েক সপ্তাহ ধরে মৃত্যুর মিছিল চলছে ব্রাজিলে। প্রায় প্রতিদিনই ভাঙছে দৈনিক প্রাণহানির রেকর্ড। গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় সেখানে করোনায় মারা গেছেন আরও ১ হাজার ২৬২ জন, যা দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বাধিক প্রাণহানির ঘটনা। করোনা নিয়ন্ত্রণে বরাবরই লকডাউন ও কড়া নিষেধাজ্ঞার বিপক্ষে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর  বোলসোনারো। অর্থনীতির গতি ধরে রাখতে সবাইকে কাজে যোগ  দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হলেও পিছু হটেননি এই নেতা। ব্রাজিলে অন্যান্য দেশের তুলনায় মহামারী অনেক পরে শুরু হলেও সরকারের অব্যবস্থাপনা ও জনগণের অসচেতনতায় মাত্র মাস দুয়েকের মধ্যেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ হয়ে উঠেছে তারা। ব্রাজিলের চেয়ে শুধু যুক্তরাষ্ট্রেই বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়াল এক লাখ ৮ হাজার : যুক্তরাষ্ট্র প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মোট মারা গেছেন এক লাখ ৮ হাজার ৫৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের এ তথ্যে আরও জানা গেছে, আক্রান্ত হয়েছিল ১৮ লাখ ৮১ হাজার ২০৫ জন। এর মধ্যে আরোগ্য লাভ করেছে ৬ লাখ ৪৫ হাজার ৯৭৪ জন। গত ১০/১২ ধরেই মোট মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমছে। সে সূত্রে নিউইয়র্ক স্টেটে এদিন রাত ১১টা নাগাদ মারা গেছে ৩০ হাজার ৭৮ জন। সোমবার সারা দিনে মৃত্যু হয়েছে ৬৪ জনের। এদিন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১৫৪ জন। অর্থাৎ সংক্রমণের হারও সন্তোষজনকভাবে কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে মারা গেছে ২০ হাজার জনের বেশি। আক্রান্ত এবং মৃত্যুর হার কমতে থাকায় এই সিটির জনজীবন এবং অর্থনৈতিক কর্মকান্ড শুরুর প্রথম ধাপে যাওয়ার কথা ৮ জুন। হুর সতর্কবার্তা : ‘করোনার শক্তিও কমে গেছে’ বলে যে গবেষণা তথ্য প্রচার করা হয়েছে তার বিরোধিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মাইকেল জে রায়ান বলেছেন, ভাইরাসের শক্তিক্ষয় হয়েছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। সতর্ক না থাকলে আগের মতো একই শক্তিতে বহু মানুষের প্রাণ কাড়তে পারে এই ভাইরাস। একই সঙ্গে পূর্বাভাসে আরও বলা হয়, মধ্য ও দক্ষিণ আমেরিকায় সংক্রমণ আরও বাড়বে।

সর্বশেষ খবর