শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

হাসপাতাল মালিকরা একরোখা নীতিতে

-ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

হাসপাতাল মালিকরা একরোখা নীতিতে

চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, দেশের সব হাসপাতালে আলাদা করোনা ইউনিট খোলার নির্দেশনা থাকলেও দু-একটি ছাড়া অধিকাংশ বেসরকারি  হাসপাতালের মালিকরা একরোখা নীতিতে চলছেন। বৈশ্বিক সমস্যা করোনা দুর্যোগকালে করোনা রোগীর সেবা দূরে থাক, তারা চিকিৎসক, নার্সদের বেতন-ভাতা ঠিকমতো পরিশোধ করছেন না। সরকারের সঙ্গে বৈঠক করে শর্ত জুড়ে দিচ্ছেন। অথচ মানবসেবার কথা বলে নিবন্ধন নিয়ে প্রাইভেট হাসপাতাল মালিকরা বছরে কোটি কোটি অর্জন করছেন। দুর্যোগের সময়ে তারা গুটিয়ে নিয়েছেন। এ ব্যাপারে সরকারের কঠোর ব্যবস্থা নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, যে কোনো মহামারীর সময় বা রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সম্পদ রাষ্ট্র নিয়ে নিতে পারে। সরকারকে অনুরোধ করব, বেসরকারি হাসপাতালের মালিকরা কথা না শুনলে প্রয়োজনে তাদের হাসপাতালগুলো রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করে মানুষের সেবা করা যেতে পারে। মহামারী কেটে গেলে আবার যাদের হাসপাতাল তাদের ফেরত দেওয়া হবে। বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বেসরকারি হাসপাতাল মালিকরা সরকারের সঙ্গে একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে আমিও ছিলাম। করোনার এই মহামারীর সময়ে তারা সরকারকে বেশ কিছু শর্ত জুড়ে দিলেন। এখন মহামারী চলছে। সবার ঐক্যবদ্ধ প্রয়াসে তা মোকাবিলা করতে হবে। এখন কেন শর্ত দিতে হবে? অবশ্যই তাদের যৌক্তিক কথাবার্তা সরকারকেও দেখতে হবে। কিন্তু চান্স পেয়ে সরকারকে বেকায়দা ফেলতে হবে কেন? সরকারের নির্দেশনা মানবে না-এটা তো হতে পারে না। চিকিৎসকদের এ নেতা বলেন, করোনা রোগীর জন্য আলাদা ইউনিট তো খুলছেই না, আবার বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজের চিকিৎসক, নার্সদের ঠিকমতো বেতন দিচ্ছে না। এ বিষয়ে বিএমএ কয়েকদিনের মধ্যেই বৈঠক করবে। এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। এ নিয়ে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারি। মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, করোনা পরিস্থিতি দিন দিনই খারাপের দিকে যাওয়ায় সারা দেশকে তিনটি জোনে ভাগ করে সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে। এই পরিকল্পনার আওতায় সারা দেশকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করায় কিছুটা হলেও স্বস্তি ফিরবে মানুষের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা করোনাভাইরাস থেকে মুক্তি পাব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হয়েছি, আশা করি করোনাও মোকাবিলা করতে সক্ষম হব।

সর্বশেষ খবর