শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

ব্যর্থতা আছে মন্ত্রণালয় ও অধিদফতরের

-ডা. ইকবাল আর্সনাল

ব্যর্থতা আছে মন্ত্রণালয় ও অধিদফতরের

স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের ব্যর্থতার কারণেই সব হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলো যখন সরকারের কাছ থেকে লাইন্সেস নিয়েছিল, তখন তারা আর্তমানবতার সেবার মহান ব্রত নিয়েই অনুমোদন পেয়েছিল। কিন্তু যখন প্রকৃত অর্থে মানব সেবার সময় এসেছে, তখন বেসরকারি সব হাসপাতাল টালবাহানা শুরু করেছে। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনিক ব্যর্থতা আছে। তারা বেসরকারি হাসপাতালের মালিকদের বাধ্য করতে পারছে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের আলাপকালে তিনি একথা বলেন। অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল বলেন, বেসরকারি হাসপাতালের মালিকরা প্রথম থেকেই প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা বার বার সরকারকে সমিতির পক্ষ থেকে বৈঠক করে আশ্বস্ত করেছে, করোনাভাইরাস যুদ্ধে সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে। কিন্তু প্রকৃত অর্থে দেশের মানুষের প্রয়োজনে যখন সরকারের সহযোগিতা প্রয়োজন হলো তখন তারা ভিন্নরূপে আবির্ভৃত হলেন। এটা দুর্ভাগ্যজনক। মানবতার সেবার কথা বলে সরকারের কাছ থেকে লাইন্সেস নিয়ে তারা এখন উল্টোপথে হাঁটছেন। যখন মানবতা আর্তচিৎকার করছে তখন আর্তপীড়িত মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসদের সংগঠনের এ শীর্ষ নেতা বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই দেশের যে কোনো সম্পদের মালিক রাষ্ট্র। আমি আজকে যে সম্পদ অর্জন করেছি, সেটা কিন্তু রাষ্ট্রের। রাষ্ট্র যদি প্রয়োজন মনে করে তাহলে তা গ্রহণ করতে পারবে। সে কারণেই বেসরকারি হাসপাতালের মালিকরা যদি মনে করেন, তাদের সম্পদ যা খুশি তাই করবে- এটা হতে পারে না। কারণ, রাষ্ট্র এটা মেনে নিতে নাও পারে। এখন কথা হচ্ছে, রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে গতি-প্রকৃতি কোন দিক যাবে। আমি এখনো মনে করি, এখনো বেসরকারি সব হাসপাতালের মালিকদের হাতে সময় আছে। তাদের শুভবুদ্ধির উদায় হবে। তারা আর্ত মানবতার সেবায় এগিয়ে আসবেন। আর যদি না আসে তাহলে সরকারের কাছে অনুরোধ থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিতে হবে। কারণ, সবার সম্মিলিত প্রয়াসেই করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ খবর