শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সচিব পদে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আবদুল মান্নান। তিনি মো. আসাদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। দেশে কভিড-১৯ এর সংক্রমণ শুরুর পর থেকে নানা কারণে আলোচনায় ছিলেন স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম। শেষ পর্যন্ত সরকার তাকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করেছে। গতকাল এ সংক্রন্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে সরিয়ে দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত গতকাল এই আদেশ জারি হলো। স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পাওয়া মো. আবদুল মান্নান ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হওয়ার আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছিলেন। বিসিএস প্রশাসন অষ্টম ব্যাচের কর্মকর্তা এই কর্মকর্তা ২৭ জানুয়ারি সচিব পদে পদোন্নতি পান। এদিকে গতকাল আরও তিন অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে জানানো হয়, সরকার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। একই সঙ্গে অপর একজনকে  সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে জানানো হয়, বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) মোছা. আছিয়া খাতুনকে সচিব পদে পদোন্নতি দিয়ে পিএসসির সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী আগামী ১৪ জুন অবসর-উত্তর ছুটিতে যাবেন। অপর এক আদেশে বলা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলীকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। পিএসসির সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. মোস্তাফিজুর রহমানকে অবসরে যাওয়ার সুবিধার্থে বুধবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। বরিশালের নতুন বিভাগীয় কমিশনার : এদিকে সরকার বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অমিতাভ সরকারকে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

সর্বশেষ খবর