শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

পরিবহন চাঁদাবাজি বন্ধ ও সড়কে শৃঙ্খলা যে কোনো মূল্যে

নিজস্ব প্রতিবেদক

পরিবহন চাঁদাবাজি বন্ধ ও সড়কে শৃঙ্খলা যে কোনো মূল্যে

ড. বেনজীর আহমেদ

পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে ঐকমত্য পোষণ করেছেন পরিবহন শ্রমিক নেতারা। আইজিপি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে গতকাল পুলিশ সদর দফতরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা এক সভায় এ ঐকমত্যে পৌঁছান বলে জানান সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা। সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আইজিপি। তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। এতে সব মহানগর কমিশনার এবং রেঞ্জ ডিআইজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। তাদের সভায় আলোচিত বিষয়সমূহ প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করেন আইজিপি।

সর্বশেষ খবর