শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ন্ত্রণের বাইরে

নিজস্ব প্রতিবেদক

করোনা নিয়ন্ত্রণের বাইরে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ব্যর্থতার কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ভুল সিদ্ধান্ত, অর্বাচীনতা, ব্যবসায়ী ও আমলাদের স্বার্থের কাছে নতজানুতা এবং সরকারের একটি বিভাগের সঙ্গে আরেকটি বিভাগের সমন্বয়হীনতা মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এ সরকারের কাছে জনগণের মূল্য ছিটেফোঁটাও নেই। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের ঐতিহ্যই হচ্ছে সন্ত্রাসী ও লুটপাটে পৃষ্ঠপোষকতা দান। ক্ষমতাসীনরা নিজের দলীয় ফাঁসির আসামিদের রাষ্ট্রপতির মাধ্যমে বেকসুর খালাস দেয়। ঠিক একইভাবে সন্ত্রাসীদের দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তিনি বলেন, জনগণ এখন তাদের (সরকার) গবেষণাগারের গিনিপিগ। অবিবেচকের মতো সবকিছু খুলে দিয়ে এখন তামাশা দেখছে তারা। তাদের ভাবখানা এমন-চরে খাও, বাঁচলে বাঁচো, মরলে মরো। গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সরকারের এক মন্ত্রীর প্রসঙ্গ টেনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তিনি নিজে ব্যর্থতার কথা স্বীকার করে বলেছেন, কিছু পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএ ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আমি যাত্রীদেরও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে টার্মিনালে এবং বাসযাত্রা হতে পারে সংক্রমণ বিস্তারের কেন্দ্র। কার্যত জনগণের জীবন নিয়ে বালখিল্য চলছে। নিজেদের দলীয় সিন্ডিকেটের পকেট ভরতে গণপরিবহনের ভাড়া বাড়ালেন।  ঘোষণা করেছিলেন মনিটরিং করবেন। কোথায় সেই মনিটরিং মোবাইল  কোর্ট? অবিলম্বে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে কঠোর স্বাস্থ্যবিধি কার্যকর করার দাবিও জানান রিজভী।

সর্বশেষ খবর