শিরোনাম
শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

পুলিশ আক্রান্ত ৬ হাজার রাজারবাগেই ভর্তি ৭০০

নিজস্ব প্রতিবেদক

পুলিশ আক্রান্ত ৬ হাজার রাজারবাগেই ভর্তি ৭০০

করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের প্রায় ৬ হাজার সদস্য আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৯ জন। আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রয়েছে ১ হাজার ৬৬০ জন সদস্য। এর মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেই ভর্তি রয়েছেন ৭০৬ জন সদস্য। ইতিমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন করোনা আক্রান্ত এক-তৃতীয়াংশ পুলিশ সদস্য। চলমান করোনাযুদ্ধে এখন পর্যন্ত পুলিশের ১৭ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসাপাতালে ভর্তি রয়েছেন ৭০৬ জন পুলিশ সদস্য। এ ছাড়া রাজধানীর ইমপালস হাসপাতালে আরও ১৫২ পুলিশ সদস্য ভর্তি আছেন বলে হাসপাতালে দায়িত্বরত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাইফুল ইসলাম শান্ত জানিয়েছেন। তিনি বলেন, আইজিপি পুলিশ সদস্যদের  রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাস্থ্যবিধি নির্দেশনা অনুযায়ী চলাচল ও খাবার খেতে নির্দেশ দিয়েছেন। কোনো পুলিশ সদস্যের লক্ষণ দেখা গেলেই তাকে ওষুধ খাওয়ানোর পাশাপাশি পুষ্টিকর খাবার, ফলমূল অর্থাৎ  রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যা যা খাওয়ার তা খাওয়ানো হচ্ছে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে। পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে  বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর