শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা
বাজেট অধিবেশন

কোয়ারেন্টাইনে থাকবেন কর্মকর্তা কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ জুন শুরু হবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। করোনার কারণে এবারের অধিবেশন হবে সম্পূর্ণ ভিন্নভাবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সব ধরনের ঝুঁকি এড়াতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের অধিবেশন চলাকালে পুরোটা সময় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।

অধিবেশন শুরুর আগে তাদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাস নেগেটিভ প্রমাণিত হতে হবে। এরই মধ্যে প্রায় একশজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকিদেরও পরীক্ষা সম্পন্ন করা হবে। সংসদ ভবনের মেডিকেল সেন্টারের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এই টেস্টে নেগেটিভ আসা কর্মকর্তা-কর্মচারীরা অধিবেশনে দায়িত্ব পালন করবেন। আর তারা যাতে করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে না যেতে পারেন- সে জন্যেই তাদের  কোয়ারেন্টাইনে রাখা নিশ্চিত         করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর