সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মানুষের জীবন রক্ষাকে অগ্রাধিকার দেবেন

মানিক মুনতাসির

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মানুষের জীবন রক্ষাকে অগ্রাধিকার দেবেন

‘আগামী ২০২০-২১ অর্থবছরের আসন্ন বাজেটে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। চলমান কভিড-১৯ এর মহামারীর সংক্রমণ থেকে মানুষকে বাঁচানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।’ আগামী ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার দ্বিতীয় যে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তার খসড়া বক্তব্যে এ কথা উল্লেখ করা হয়েছে। তার ওই বাজেট বক্তব্যের একটি খসড়া কপি বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে, যা তিনি সংসদে তুলে ধরবেন। এবারের বাজেট বক্তৃতার শেষাংশ উপসংহারে উল্লেখ করা হয়েছে, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দেশের এই লগ্নে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মানুষকে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা। পাশাপশি মানুষের অন্ন-বস্ত্রের জোগানের জন্য দেশের অর্থনীতির চাকাও সচল রাখা। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত প্রতিটি জনগোষ্ঠীর সঙ্গে সংযুুক্ত হচ্ছেন, তদের বিশ্বাস ও মনোবলের জায়গাটি অটুট রাখতে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রচিত আমরা অর্থনৈতিক মন্দা কাটিয়ে পূর্বের উন্নয়নের ধারাবাহিকতায় ভবিষ্যতে কাক্সিক্ষত অর্থনৈতিক ভিত রচনা করব। এরই মধ্যে আইএমএফ ঘোষণা করেছে আগামী বছর আমাদের প্রবৃদ্ধি হবে ৯.৫ শতাংশ। যে অমানিশার অন্ধকার আমাদের চারপাশকে ঘিরে ধরেছে তা একদিন  কেটে যাবেই।’ বাজেট বক্তৃতার শেষ প্যারায় উল্লেখ করা হয়েছে, ‘সর্ব শক্তিমান সৃষ্টিকর্তা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তার সৃষ্টির অকল্যাণে কিছুই করেন না। যা করেন কল্যাণের জন্যই করেন। তাই অচিরেই তিনি তার কল্যাণের সুশীতল ছায়ায় আমাদেরকে আশ্রয় দিয়ে এই মহামারী ভাইরাস থেকে সবাইকে পরিত্রাণ দান করবেন এবং আমরা ফিরে যাব আমাদের স্বাভাবিক জীবনযাত্রায়, উম্মোচিত হবে এক আলোচিত  ভোরের।’

সর্বশেষ খবর