মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

নামছে মনিটরিং টিম

নিজস্ব প্রতিবেদক

নামছে মনিটরিং টিম

করোনা সংকটকে পুঁজি করে যেসব অসাধু ব্যবসায়ী ওষুধ ও মেডিকেল ইকুইপম্যান্টের দাম বাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযান চালাতে আজ থেকে মাঠে নামছে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব মনিটরিং টিম ও মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত হয়। টাস্কফোর্সের প্রধান বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা মহামারীতেও যেসব ব্যবসায়ী মোড়কে লেখা মূল্যের চেয়ে অনৈতিকভাবে ওষুধ ও ওষুধ সামগ্রীর দাম বেশি রাখছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। আগামীকাল (আজ) থেকেই মনিটরিং টিম দুটো অভিযান পরিচালনা করবে বলে জানান তিনি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর