মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

মৃত্যুতে এগিয়ে চিলি ভারত ও পাকিস্তানে বাড়ছেই আক্রান্ত

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন মৃত্যের সংখ্যা ৪ লাখ ৭ হাজার। এর আগে গত রবিবার ২৪ ঘণ্টায় এ সংখ্যা বৃদ্ধি পায় ১ হাজার ৪৭৬ জন। প্রতিদিনের মৃত্যুর হিসাবে বর্তমানে শীর্ষে এসেছে চিলি। সেখানে এদিন ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৬৪৯ জনের। এদিকে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭১ লাখ ১৬ হাজার। গত রবিবার মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে ছিল ব্রাজিল। সেখানে ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৫৪২ জনের। এর পরের অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যু ছিল ৩৭৩ জনের, মেক্সিকোতে ৩৪১, ভারতে ২৬১, পেরুতে ১৬৪, রাশিয়ায় ১৩৪, পাকিস্তানে ৬৭ জন।

ভারতে ২৪ ঘণ্টায় ১০ হাজার শনাক্ত : এনডিটিভি জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় ১০ হাজার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৮৩ জন। এ নিয়ে দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে  গেছে। দেশটিতে টানা ৬ দিন এক দিনে ৯ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যার বিচারে বিশ্বে এখন ভারতের অবস্থান পঞ্চম। সবচেয়ে বেশি করোনা রোগী রয়েছে মহরাষ্ট্রে। শুধু ওই রাজ্যেই আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে  গেছে। সেখানে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি করোনার প্রকোপ দেখা দিয়েছে মুম্বাইয়ে।

পাকিস্তানে আক্রান্ত লাখ ছাড়াল : গত মাসে লকডাউন শিথিলের পর থেকেই পাকিস্তানে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। পাশাপাশি বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংক্রমিত দেশের তালিকায় ১৫-তে উঠে এসেছে তারা। পাকিস্তানের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ হাজার। মারা গেছেন অন্তত ৬৭ জন। আর এক সপ্তাহে সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৮৫৩ জন। মৃত্যু হয়েছে ৪৫৮ জনের। সংবাদমাধ্যম ডনের তথ্যানুযায়ী, গতকাল সকাল পর্যন্ত পাকিস্তানে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৬৭১ জন। মারা গেছেন ২ হাজার ৬৭ জন। সবচেয়ে বেশি আক্রান্ত পাঞ্জাব প্রদেশে। সেখানে এ পর্যন্ত ৩৮ হাজার ৯০৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরপর সিন্ধে ৩৮ হাজার ১০৮, খাইবার পাখতুনে ১৩ হাজার ৪৮৭ ও বেলুচিস্তানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫১৬ জন।

যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ১২ হাজার ছাড়াল : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের গতি কিছুটা কমলেও থেমে নেই মৃত্যুর মিছিল। এরই মধ্যে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও ২০ লাখ ৮ হাজার। তবে সংক্রমণের দিক থেকে শীর্ষে থাকলেও মৃত্যুহারে বেশ পিছিয়েই রয়েছে তারা। রয়টার্স জানিয়েছে, জুন মাসের এই কয় দিনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজারের মতো প্রাণহানি হয়েছে। এপ্রিলের বেশ কয়েক দিন টানা দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল দেশটি। সেই তুলনায় বর্তমানে মৃত্যুহার কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। আলাবামা, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। রয়টার্সের হিসাবে, সর্বোচ্চ করোনা সংক্রমিত শীর্ষ ২০ দেশের মধ্যে মৃত্যুহারে ৮ম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে মৃত্যুর হার ৩ দশমিক ৩। প্রতি ১০ হাজারে আটজনের মৃত্যু নিয়ে সবার শীর্ষে বেলজিয়াম। এর পরেই রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও সুইডেন।

সৌদিতে শনাক্ত রোগী লাখ ছাড়াল : করোনাভাইরাস মহামারীর মধ্যে সৌদি আরবে শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে গত ১০ দিনে শনাক্ত হওয়া নতুন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর রবিবার নিশ্চিত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। এ দিন ৩ হাজার ৪৫ জন নতুন রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯১৪ জনে দাঁড়ায়, এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭১২ জনের। শনিবার প্রথমবারের মতো সৌদিতে নতুন শনাক্ত হওয়া দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যায়। করোনামুক্ত হলো নিউজিল্যান্ড : নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৫০৪ জন। এখন নতুন আক্রান্ত নেই। এর ফলে দেশকে করোনাভাইরাসমুক্ত ঘোষণা করে সমস্ত অর্থনৈতিক কাজকর্ম পুরোদমে চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

সর্বশেষ খবর