বুধবার, ১০ জুন, ২০২০ ০০:০০ টা
অধিবেশন শুরু আজ বাজেট কাল

করোনায় আক্রান্ত ৮ এমপি ৪৩ কর্মকর্তা ৮২ আনসার

নিজস্ব প্রতিবেদক

করোনার ভয়াবহ পরিস্থিতর মধ্যে বিশেষ সতর্কতায় আজ বিকাল ৫টায় শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের অষ্টম ও চলতি সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। এই ক্রান্তিকালে ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনে আগামীকাল বেলা ৩টায় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

এবার বাজেট অধিবেশন নিয়ে নেই কোনো উৎসবমুখরতা। করোনা পরিস্থিতির কারণে নানা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাজেট অধিবেশন। এবারই প্রথম একযোগে সব সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা বাজেট অধিবেশনে যোগ দিতে বা অংশ নিতে পারছেন না। স্বাস্থ্যবিধি মেনে সংসদের বাজেট অধিবেশন পরিচালনার স্বার্থে এবার সংসদ ভবনে স্থাপন করা হয়েছে ডিসইন ফেকশন চেম্বার। সব এমপিকে ডিসইনফেকশন চেম্বার দিয়ে প্রবেশ করতে হবে। এমপিরা অধিবেশনে যোগ দেবেন রোস্টার ধরে। এবার অধিবেশন কক্ষের আসনও নতুনভাবে বিন্যস্ত করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হবে। এ ছাড়া বৈঠকে উপস্থিত সংসদ সদস্যরা সবাই এক আসন ফাঁকা রেখে আসন গ্রহণ করবেন। অধিবেশনে ১০০’র কম এমপি এবং বয়স্ক এমপিদের উপস্থিত না হওয়ার বিষয়টি তদারকির জন্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে নানা সতর্ক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও এ পর্যন্ত আটজন মন্ত্রী-এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। সংসদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও এ পর্যন্ত ৪৩ জনের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এরও আগে সংসদ সচিবালয়ে দায়িত্বরত ৮২ জন ব্যাটালিয়ন আনসার ও তিনজন পুলিশ আক্রান্ত হয়েছেন করোনায়। ফলে কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্তদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় এর মধ্যে যারা কভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পেয়েছেন, তারাই কেবল সংসদে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন। সাংবাদিকরাও সংসদ থেকে সরাসরি বাজেট অধিবেশন কভার করতে পারবেন না। বাজেট অধিবেশন সামনে রেখে স্বাস্থ্য সুরক্ষা জোরদার করতে ইতিমধ্যে ৩০০ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাজেট অধিবেশন উপলক্ষে এবার বাড়তি সতর্কতা হিসেবে এবার সংসদ ভবন থেকে বাজেট ডকুমেন্ট বিতরণ করা হবে না। সংসদ ভবনের বাইরের মিডিয়া ভবনের মিলনায়তন থেকে এবার বাজেট ডকুমেন্ট বিতরণ করা হবে। বাজেট ডকুমেন্টও এবার হবে তুলনামূলক কম ও হালকা। এ জন্য প্রতিটি গণমাধ্যম হাউস থেকে একজন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়েছে। বাজেট অধিবেশন শুরুর আগে সাধারণত কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হয় এবং বৈঠকে অধিবেশনের মেয়াদ, কার্যকাল ইত্যাদি নির্ধারিত হয়ে থাকে। এবার আনুষ্ঠানিকভাবে তা না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংসদের আইন শাখা-১ বাজেট অধিবেশনের জন্য প্রথম ও সমাপনী ১২টি কার্যদিবস মেয়াদ নির্ধারণ করে একটি দিনপঞ্জি করেছে। সে অনুযায়ী বাজেটের ওপর আলোচনা হবে পাঁচ দিন। বাজেট পাসের প্রক্রিয়ায় ব্যয় হবে পাঁচ দিন। বাজেট পাস হবে ৩০ জুন। অধিবেশন শেষ হবে ৮ অথবা ৯ জুলাই। অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসবে। আর দেড়টা পর্যন্ত অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। আজ বিকাল ৫টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। প্রথম দিনের বৈঠকে করোনাকালে জারি করা অধ্যাদেশসমূহ উত্থাপিত হবে। এরপর চলতি সংসদের ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর কারণে আনা হবে শোক প্রস্তাব। এদিন শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের মধ্য দিয়ে সংসদের বৈঠক মুলতবি হয়ে যাবে। আগামীকাল বেলা ৩টায় অধিবেশন শুরু হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রথমে ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব এবং পরে অর্থ বিল উত্থাপন করবেন। সংসদের প্রধান হুইপ নূর-এ আলম চৌধুরী লিটন বলেন, করোনা পরিস্থিতিতে ঝুঁকি ও আতঙ্ক থাকলেও তা মোকাবিলার জন্য কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাজেট অধিবেশন থেকে যাতে নতুন কেউ সংক্রমিত না হন, সে বিষয়ে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রবীণ ও অসুস্থ এমপিদের অধিবেশনে না আসার জন্য অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর