বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

চার হাসপাতাল ঘুরে গাড়িতেই মারা গেলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চার হাসপাতাল ঘুরে গাড়িতেই মারা গেলেন আওয়ামী লীগ নেতা

ভর্তি হওয়ার জন্য চার হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত গাড়িতেই মারা গেলেন চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগীর (৫৭)। জানা গেছে, বুকে ব্যথা অনুভব করলে তাকে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে মাইক্রোবাসে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি না নেওয়ায় তাকে আনা হয় মেডিকেল সেন্টার হাসপাতালে। কিন্তু করোনা সন্দেহে সেখানেও ভর্তি করা হয়নি তাকে। এরপর নেওয়া হয় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে। সেখানেও তাকে ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরও নেওয়া হয় পার্কভিউ হাসপাতালে। কিন্তু ভর্তি নেয়নি এ হাসপাতালও। এরপর চসিক মেয়রের হস্তক্ষেপে ফের পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি কার্যক্রম শুরু হলে চিকিৎসকরা জানান, শফিউল আলম ছগীর আর বেঁচে নেই। স্থানীয় কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু বলেন, ‘বায়েজিদ থানা শাখার সাধারণ সম্পাদককে পরপর চারটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, কেউ ভর্তি করেনি। পরে মেয়রের হস্তক্ষেপে পার্কভিউ হাসপাতাল দ্বিতীয়বারে ভর্তি নিতে সম্মত হলেও ততক্ষণে তিনি মারা যান। পরপর তিনটি হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে যে মাইক্রোতে করে তাকে বাসা থেকে আনা হয়েছে, সেই মাইক্রোতেই মারা যান।’ তিনি বলেন, ‘ছগীর ভাইয়ের বুকে ব্যথা ছিল, করোনার কোনো উপসর্গ ছিল না। তারপরও তাকে বেসরকারি হাসপাতালগুলো নানা অজুহাত দেখিয়ে ভর্তি নিল না। বিনা চিকিৎসায় মারা গেলেন তিনি।’ চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে কভিড (করোনা) ও নন-কভিড রোগীদের চিকিৎসা নিশ্চিতে গঠিত সার্ভিল্যান্স টিমের আহ্বায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এটি চরম দুঃখজনক। হাসপাতালে সিট খালি থাকবে কিন্তু রোগী ভর্তি নেবে না, এটা হতে পারে না। আমার জানা মতে, গত সোমবার নগরীর ১৬টি বেসরকারি হাসপাতালে ৮২৪টি সিট খালি ছিল। এ ব্যাপারে জেলা প্রশাসন বেসরকারি হাসপাতালে অভিযান শুরু করবে।’

সর্বশেষ খবর