শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

প্রবৃদ্ধি লক্ষ্য ৮.২ মূল্যস্ফীতি ৫.৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীর মধ্যে অর্থনীতি সচল রাখতে বাজারে বাড়তি মুদ্রাপ্রবাহের কারণে মূল্যস্ফীতির শঙ্কা থাকলেও আসছে অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৪ শতাংশে বেঁধে রাখার আশা করছে সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে বার্ষিক প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। গতকাল ২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির এই লক্ষ্যমাত্রা প্রস্তাব করেন। বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে  বেঁধে রাখার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, চলতি বছরের মে পর্যন্ত গড় মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক  ৬১ শতাংশে উঠেছে। মহামারীর মধ্যে থমকে যাওয়া অর্থনীতির চাকা পুরোপুরি সচল করার মতো পরিস্থিতি কবে হবে সেই নিশ্চয়তা না থাকলেও আগের বারের মতো ৮ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির বড় লক্ষ্য ধরে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা বাংলাদেশ চলতি অর্থ বছরের জন্যও ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছিল। বাজেট বক্তৃতায় মুস্তফা কামাল বলেন, মহামারীর অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় সরকার চারটি কৌশল ধরে এগোবে, যার মধ্যে সর্ব শেষটি হলো- বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা। তবে এ কৌশলটি আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করছি, যাতে মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করা যায়। আমরা আশা করছি, এই সময়ে মূল্যস্ফীতি থাকবে ৫ দশমিক ৪ শতাংশ।

সর্বশেষ খবর