রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

চীনকে ছাড়াল বাংলাদেশ

নতুন সংক্রমণে শীর্ষ দশে, পরীক্ষায় সবচেয়ে পিছিয়ে

বিশেষ প্রতিনিধি

চীনকে ছাড়াল বাংলাদেশ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মূল কেন্দ্র চীনের চেয়েও এখন বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বেশি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের দেওয়া দৈনিক পরিসংখ্যানের পর আক্রান্তের সংখ্যায় চীনকে টপকে যায় বাংলাদেশ। গত জানুয়ারিতে চীনে সংক্রমণ শুরুর পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছেন যুক্তরাষ্ট্রে। এই আক্রান্তের সংখ্যার তালিকায় বাংলাদেশ এখন ১৮ নম্বরে চলে এসেছে। চীনের অবস্থান ১৯ নম্বরে। অবশ্য দৈনিক ও গত এক সপ্তাহে নতুন করোনা রোগী শনাক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষ দশে। কিন্তু এসব দেশের মধ্যে করোনার নমুনা পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে দুই দেশের একটি বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে কিছুটা কম পরীক্ষা হচ্ছে মেক্সিকোতে। আর দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের চেয়ে কম পরীক্ষা হচ্ছে শুধু আফগানিস্তানে। গতকাল বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে কভিড-১৯ রোগে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে। ২৪ ঘণ্টায় আরও আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৮৫৬ জন। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে উঠলেন। বুলেটিনে জানানো হয়, সারা দেশে ৫৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, এক দিনে যে ৪৪ জন মারা গেছেন তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছরের মধ্যে ৩ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৬ জন, ২১-৩০ বছরের একজন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন, খুলনায় একজন এবং রংপুর বিভাগে একজন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাসায় মারা গেছেন ১৪ জন। আর হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন ৩ জন। করোনাভাইরাস সংক্রমণের প্রতিমুহূর্তের পরিসংখ্যান তুলে ধরে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, গতকাল সন্ধ্যা পর্যন্ত বিশ্বে মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৭ লাখ ৬৫ হাজার ৮৭৮ জন। এর মধ্যে কেন্দ্রস্থল চীনে সংক্রমিত হয়েছেন ৮৩ হাজার ৭৫ জন। বাংলাদেশে গতকাল পর্যন্ত সংক্রমিত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। বাংলাদেশে প্রতি ১০ লাখে ২ হাজার ৮৭৬ জনের করোনার পরীক্ষা করা হচ্ছে, যা শীর্ষ ২০ দেশের মধ্যে সবচেয়ে কম। শীর্ষ ২০-এর মধ্যে সবচেয়ে কম পরীক্ষা হচ্ছে ১৪ নম্বরে থাকা মেক্সিকোতে। দেশটিতে প্রতি ১০ লাখে পরীক্ষা হচ্ছে ২ হাজার ৮৬৬ জনের। এর চেয়ে একটু ভালো অবস্থানে আছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানে প্রতি ১০ লাখে পরীক্ষা হচ্ছে ৩ হাজার ৬৬৭ জনের আর ভারতে ৩ হাজার ৮৮৯ জনের। বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে করোনা সংক্রমণ শনাক্ত হয় প্রায় একই সময়ে। পেরুতে প্রতি ১০ লাখে ৩৮ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে বাংলাদেশের চেয়ে কম পরীক্ষা হচ্ছে শুধু আফগানিস্তানে। দেশটিতে প্রতি ১০ লাখে ১ হাজার ৩৮১ জনের পরীক্ষা করা হচ্ছে। ভুটানে প্রতি ১০ লাখে ২৬ হাজার ৬২২, নেপালে ১০ হাজার ৬৪৮, শ্রীলঙ্কায় ৩ হাজার ৮১৮ এবং মালদ্বীপে ৫৩ হাজার ৫৯৪ জনের পরীক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, মালদ্বীপের জনসংখ্যা সাড়ে পাঁচ লাখের মতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। এই ১০টি দেশের মধ্যেও দ্বিতীয় সর্বনিম্ন পরীক্ষা হচ্ছে বাংলাদেশে। এখানেও সবচেয়ে কম পরীক্ষা হচ্ছে অষ্টম স্থানে থাকা মেক্সিকোতে। সংক্রমণের দিক থেকে বাংলাদেশ ও চীনের পর থাকা কাতারে প্রতি ১০ লাখে ৯৯ হাজার ৯৫৯ জনের পরীক্ষা হচ্ছে। সারা দেশের কোথায় কোথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন এবং নতুন রোগী শনাক্ত হলেন এবং তার সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা- দিনাজপুর : দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৭ জন। যার মধ্যে পুরুষ ২৭৭ জন, নারী ৯৩ জন ও শিশু ১৭ জন রয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬ জন। গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২০ জন। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ।  বগুড়া : গত ২৪ ঘণ্টায় জেলায় এক সাংবাদিকসহ ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন জানান, শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজিটিভ। এ ছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে ৮৬টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ১৭ জন পজিটিভ। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৩ জন, মহিলা ১৩ জন ও শিশু ৫ জন। এদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ২৯ জন, শিবগঞ্জে ৭ জন, গাবতলীতে ১০ জন, দুপচাঁচিয়ায় ৪ জন এবং আদমদীঘি উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮৬ জনে। তাদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৮৬ জন। ফেনী : জেলায় নতুন করে আরও ৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফেনীতে মোট করোনা রোগী শনাক্ত ৪৬৬ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের আর সুস্থ হয়েছেন ৯১ জন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ফেনীর ১৫৯টি নমুনা পাঠানো হয়েছে। তার মধ্যে ৫৭টি নমুনা পজিটিভ পাওয়া যায়, যার ২টি দ্বিতীয় নমুনা। ফেনীতে মোট আক্রান্ত রোগী ৫৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, সোনাগাজীতে ২৬ জন, পরশুরামে ৮ জন, ছাগলনাইয়ায় ১ জন। টাঙ্গাইল : টাঙ্গাইলে পুলিশ, হাসপাতালের আবাসিক চিকিৎসকসহ নতুন আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৯৬ জনে। আক্রান্তদের মধ্যে সদরে ২ জন, মির্জাপুরে ৯ জন, ঘাটাইলে ১ জন এবং নাগরপুর উপজেলায় ১ জন রয়েছেন। শনিবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৭ জুন ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শনিবার সকালে নমুনার ফলাফল আসে। এখন পর্যন্ত জেলায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছেন ৮৬ জন। ঝিনাইদহ : জেলায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো ৮৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ১০ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত ঝিনাইদহের ৬টি উপজেলায় ৮২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া  গেল। তবে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪৩ জন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রসেনজিৎ পার্থ বিশ্বাস। লক্ষ্মীপুর : জেলায় শনিবার দুপুর পর্যন্ত আরও ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩৭৮ জন। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, জেলায় করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় কমলনগর উপজেলা ও লক্ষ্মীপুর পৌর শহরকে লকডাউন করা হচ্ছে। রবিবার মিটিং শেষে পৌর শহরের বিষয়টি জানানো হবে বলে জানান তিনি। ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবদুল মালেক নামে এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসে কর্মরত। তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন। পটুয়াখালী : পটুয়াখালীর দুমকি উপজেলায় মুক্তিযোদ্ধা মো. ইউনুস হাওলাদার (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ ৩০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫৩ জন রোগী শনাক্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। বিভিন্ন উপজেলার মারা গেছেন ১০ জন। মানিকগঞ্জ : মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ জন। মৃত একজনের বাড়ি ঢাকা জেলার ধামরাই ও আরেকজনের বাড়ি কুষ্টিয়া জেলায়। মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ গতকাল জানান, করোনায় আক্রান্ত হয়ে ঢাকা জেলার ধামরাইতে বিজয় সরকার (৪৫) নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্বজনরা শুক্রবার রাত ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া মিজানুর রহমান নামে (৪৫) এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে ৭ জুন মানিকগঞ্জ সদর হাসপাতালের কভিড-১৯ ওয়ার্ডে ভর্তি হন। ১২ জুন শুক্রবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে যাবার পথে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ৫ ব্যক্তি মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৪০৪ জন। নতুন শনাক্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় সাতজন, সিংগাইর উপজেলায় পাঁচজন, ঘিওর উপজেলায় তিনজন এবং মানিকগঞ্জ সদর উপজেলায় দুজন রয়েছেন।  মাদারীপুর : জেলার শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ নতুন করে ৫৭ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলা করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫০ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৮ জুন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ২৫ জনের নমুনা নেয় জেলা স্বাস্থ্য বিভাগ। পরে তা পরীক্ষা করা হলে ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। খাগড়াছড়ি : জেলায় শনিবার নতুন করে আরও ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে পুরো জেলায় মোট ৭৮ জন করোনা রোগী শনাক্ত হলেন। এর মধ্যে খাগড়াছড়ি সদরে ৪ জন, মানিকছড়িতে ৮ জন, রামগড়ে ৭ জন, মাটিরাঙ্গায় ৩ জন পানছড়িতে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর