রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

ভ্যাকসিনের তৃতীয় দফার পরীক্ষা শুরু করছে চীন-ব্রিটেন

প্রতিদিন ডেস্ক

ভ্যাকসিনের তৃতীয় দফার পরীক্ষা শুরু করছে চীন-ব্রিটেন

করোনাভাইরাস মোকাবিলায় ভ্যাকসিনের তৃতীয় দফার পরীক্ষা শুরু করতে যাচ্ছে চীন ও ব্রিটেনের কোম্পানি। এর মধ্যে রয়েছে চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেড ও ব্রিটেনের অক্সফোর্ড। সূত্র : সিএনএন ও রয়টার্স।

খবরে বলা হয়, চীনের তৈরি করোনার একটি ভ্যাকসিন তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করতে যাচ্ছে। এ জন্য তারা ব্রাজিলে ২ হাজার স্বেচ্ছাসেবী পেয়েছে। ব্রাজিলের শীর্ষস্থানীয় চিকিৎসা গবেষণা কেন্দ্র ‘দ্য বাটান্টান ইনস্টিটিউট’ মহামারী নভেল করোনাভাইরাসের সম্ভাব্য একটি ভ্যাকসিন উৎপাদনের জন্য চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। বৃহস্পতিবার এই চুক্তি সম্পর্কে ঘোষণা  দিয়েছে দ্য বাটান্টান ইনস্টিটিউট। বাটান্টানের প্রেসিডেন্ট দিমাস কোভাস এবং সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া বলেছেন, চীনের পরীক্ষাগারে তৈরি করোনার সম্ভাব্য ওই ভ্যাকসিনটি এরই মধ্যে ক্লিনিকাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে প্রবেশ করছে এবং আগামী বছরের জুনের মধ্যে লাখ লাখ ব্রাজিলিয়ানকে টিকা দেওয়ার জন্য তা প্রস্তুত হতে পারে। বাটান্টানের প্রেসিডেন্ট কোভাস জানিয়েছেন, তৃতীয় ধাপে ব্রাজিলে ৯ হাজার স্বেচ্ছাসেবীর দেহে সম্ভাব্য ওই ভ্যাকসিনটি প্রয়োগের মাধ্যমে এর পরীক্ষা চালানো হবে। একবার কার্যকর হিসেবে প্রমাণিত হয়ে গেলে বাটান্টান এই প্রযুক্তিটির স্বত্বাধিকারী হিসেবে বৃহৎ পরিসরে ব্রাজিলে ভ্যাকসিনটির ডোজ উৎপাদন শুরু করবে। এদিকে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি মহামারী করোনার সম্ভাব্য একটি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য তাদের অংশীদার ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাজিলে ৪২ হাজার স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ শুরু হতে যাচ্ছে। খবরে বলা হয়, ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষার জন্য যুক্তরাজ্যে ১০ হাজার মানুষের দেহে তা প্রয়োগ করবে অক্সফোর্ড। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে এটি পুশ করবে তাদের অংশীদার অ্যাস্ট্রাজেনেকা। এদিকে ব্রাজিলেও ২ হাজার স্বেচ্ছাসেবী নির্বাচন করা হয়েছে। প্রসঙ্গত, গত ২ জুন দেশের দুই হাজার স্বেচ্ছাসেবীর দেহে অক্সফোর্ডের তৈরি করোনার এই ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দেয় ব্রাজিল সরকার। স্বেচ্ছাসেবী নির্বাচন করার কাজও শেষ হয়েছে সেখানে। হিউম্যান ট্রায়ালের অংশ হিসেবে শিগগিরই তাদের দেহে ভ্যাকসিনটি পুশ করা হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে, তৃতীয় ধাপে আগামী আগস্টে ভ্যাকসিনটির ট্রায়ালের অ্যাস্ট্রাজেনেকার অংশটি স্বেচ্ছাসেবীদের দেহে প্রয়োগ করা হবে। ভ্যাকসিনটির এই ট্রায়ালের অর্থায়ন ও পরিচালনার কাজটি করছে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ। তৃতীয় ধাপের এই পরীক্ষায় প্রত্যেক স্বেচ্ছাসেবীর দেহে কভিড-১৯ এর সম্ভাব্য এই ভ্যাকসিনটির একটি অথবা দুটি ডোজ পুশ করা হবে।

সর্বশেষ খবর