রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

জীবন সুরক্ষার বিষয় বাজেটে গুরুত্ব পায়নি

নিজস্ব প্রতিবেদক

জীবন সুরক্ষার বিষয় বাজেটে গুরুত্ব পায়নি

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, করোনা মহামারীর তা-বে বিশ্বের শীর্ষ দশের বাংলাদেশে পাল্লা দিয়ে প্রতিদিন সংক্রমণের হার বাড়ছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। মহামারী করোনার এই দুর্যোগময়  প্রেক্ষাপটে জাতীয় বাজেট উত্থাপিত হলেও মানুষের জীবন সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়নি। ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কোনো পরিকল্পনা নেই বাজেটে। অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য ব্যবস্থার আমলাতন্ত্রের কাছেই থোক বরাদ্দ  দেওয়া হয়েছে। বাজেটে জনজীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার প্রণোদনারই নামান্তর। জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট নিয়ে গতকাল রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আ স ম রব বলেন, করোনার ছোবল মানুষের জীবন ও অর্থনীতিতে কী ধরনের আঘাত হেনেছে বা অদূর ভবিষ্যতে কী ধরনের আঘাত হানবে- তার কোনো কিছুই বাজেট পরিকল্পনায় পরিলক্ষিত হয়নি। করোনা নিয়ন্ত্রণে সরকারের কোনো সুনির্দিষ্ট রূপরেখা বা অগ্রাধিকার নেই। তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ ল-ভ-। দুর্নীতি অদক্ষতা সমন্বয়হীনতায় স্বাস্থ্য ব্যবস্থায় পচন ধরেছে। গত চার মাসে মানুষের অসহায় মৃত্যু এবং চিকিৎসার জন্য হাসপাতালের দ্বারে দ্বারে ঘোরার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। তার পরও এই ভঙ্গুর দুর্নীতিগ্রস্ত অদক্ষ স্বাস্থ্য ব্যবস্থার কোনো রকম সংস্কার না করে শুধু থোক বরাদ্দ দিয়ে ১৭ কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার ঘোষণা তামাশারই নামান্তর। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৩৫/৩৭ শতাংশ দরিদ্রসীমার নিচে চলে এসেছে। তাদের কর্মসংস্থানের কোনো নির্দেশনা বাজেটে নেই।

সর্বশেষ খবর