সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

রাষ্ট্রীয় সম্মাননায় চিরনিদ্রায় শায়িত নাসিম

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় সম্মাননায় চিরনিদ্রায় শায়িত নাসিম

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল রাজধানীর সোবহানবাগ ও বনানীতে দুই দফা নামাজে জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মোহাম্মদ নাসিম গত শনিবার বেলা ১১টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

করোনাভাইরাসের কারণে সব ধরনের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়। এমনকি শেষবারের জন্য নিজ জন্মস্থান প্রিয় সিরাজগঞ্জেও নিয়ে যাওয়া হয়নি তাঁর মরদেহ। তবে সিরাজগঞ্জের মানুষ তাদের প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে ঢাকায় ছুটে আসেন। এলাকার মানুষের অনুরোধে রাজধানীর সোবহানবাগ মসজিদে গতকাল পৌনে ১০টায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতা-কর্মীরা। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর ধানমন্ডির বাড়িতে। পরে নেওয়া হয় বনানী মসজিদে। সেখানে সামাজিক দূরত্ব মেনে নামাজে জানাজা করার কথা থাকলেও প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে শত শত নেতা-কর্মী বাধা উপেক্ষা করে ভিড় করেন। সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে ঢাকা জেলা প্রশাসনের পক্ষে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তাঁর সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর সামরিক সচিব, এরপর আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতারা দলের পতাকা মুড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই বীর মুক্তিযোদ্ধাকে। পর্যায়ক্রমে জোটের সমন্বয়ককে শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় ১৪ দল, ঢাকা উত্তর সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, দক্ষিণ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরে জাতীয় ও দলীয় পতাকায় মোড়া কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শেষ বিদায়ের আগে একাত্তরের রণাঙ্গনের এই সহযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে বনানীতে আসেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। নামাজে জানাজার আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন স্মৃতিচারণ করেন। পরে নাসিমের সন্তান সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় দেশবাসীর উদ্দেশে বলেন, আমার বাবা অসুস্থ হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। পরিবারের পক্ষ থেকে আমি তাঁর প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার বাবারও ভুলত্রুটি হয়ে থাকলে সন্তান হিসেবে আমি সবার কাছে ক্ষমা চাই। আপনাদের প্রিয় নেতাকে ক্ষমা করে দেবেন। সিরাজগঞ্জবাসীর উদ্দেশে নাসিমপুত্র জয় বলেন, সিরাজগঞ্জের মানুষের দাবি ছিল আমার পিতাকে এক নজর দেখার। কিন্তু করোনাভাইরাসের কথা চিন্তা করে সিরাজগঞ্জবাসীর দাবি পূরণ করতে পারিনি। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। বনানী কবরস্থানে নামাজে জানাজায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, আবদুল মতিন খসরু, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, ১৪ দলের ডা. শহীদুল্লাহ সিকদার, জাতীয় পার্টি (জেপি)এর এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক সমীর সিকদার প্রমুখ। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে নাসিমের কবরস্থানে ফাতেহা পাঠ করা হয়। এতে পরিবারের সদস্য মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ, ছেলে তানভীর শাকিল জয়, তন্ময় মনসুর, পুত্রবধূ সাবরিনা চৌধুরী, মাদিহা তন্ময়, ভাই রেজাউল করিম, কিবরিয়া রেজা, মীর মোশাররফসহ আত্মীয় স্বজন অংশ নেন। চট্টগ্রাম থেকে ফিরেই মোহাম্মদ নাসিমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

কৃষক লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনা করে গতকাল দুপুরে দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর