শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত ৮৪ লাখ ছাড়াল, ভয়াবহতা বাড়ছেই ব্রাজিলে

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এখন ৮৫ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা হয়েছে ৪ লাখ ৫২ হাজারেরও বেশি। এক দিনের মৃত্যু সংখ্যায় গত মঙ্গলবার ভারত শীর্ষে থাকলেও বুধবার এ স্থান দখল করেছে ব্রাজিল। এদিন দেশটিতে মৃত্যু হয় ১ হাজার ২০৯ জনের। আগের দিন ভারতে মৃত্যু ছিল ২ হাজার ৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার মৃত্যুতে দ্বিতীয় সারিতে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা যান ৮০৯ জন। এর পরের ধাপে থাকা মেক্সিকোতে মৃত্যু ছিল ৭৩০ জন, ভারতে ৩৪১ জন, চিলিতে ২৩২ জন, পেরুতে ২০১ জন, যুক্তরাজ্যে ১৮৪ জন, পাকিস্তানে ১৩৬ জন। এদিন বিশ্বে নতুন করে মারা যান ৫ হাজার ২৬৪ জন এবং আক্রান্ত হন ১ লাখ ৪৬ হাজার ৬২৯ জন। যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে রেকর্ড সংক্রমণ : যুক্তরাষ্ট্রে বেশির ভাগ রাজ্য নতুন করে সচল হওয়ার পথে থাকার মধ্যেই আবার লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। ৬ রাজ্যে সংক্রমণ রেকর্ডসংখ্যক বেড়েছে। অ্যারিজোনা, ফ্লোরিডা, ওকলাহোমা, অরেগন, টেক্সাস, নেভাডায় মঙ্গলবার রেকর্ড সংক্রমণ দেখা গেছে। ফ্লোরিডায় এদিন নতুন কভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৭৮৩ জনের। টেক্সাসে ২ হাজার ৬২২ জন এবং অ্যারিজোনায় ২ হাজার ৩৯২ জন। ওকলাহোমা, অরেগন এবং নেভাডাতেও এক দিনের হিসাবে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার। গত ২৩ মে এ রাজ্যগুলোতে সংক্রমণের যে হার ছিল তার তুলনায় সংক্রমণ অনেক বেড়েছে। হাসপাতালগুলোতেও রেকর্ডসংখ্যক রোগী আসছে। ব্যবসা-বাণিজ্য নতুন করে চালু হতে শুরু করা, মে মাসের শেষ দিকে মার্কিনিদের মেমোরিয়াল ডের ছুটি উদযাপনে যাওয়া এবং বহু রাজ্যেই বর্ণবাদ ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে লাখ লাখ মানুষের বিক্ষোভ- এসব কিছুকেই ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে দেখছেন বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা। অ্যামাজনের আদিবাসী নেতার মৃত্যু : অ্যামাজন বনাঞ্চলের সুরক্ষায় দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাওয়া সুপরিচিত আদিবাসী নেতা পাউলিনহো পায়াকানের মৃত্যু হয়েছে। বুধবার ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। পায়াকান নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন; ব্রাজিলের যেসব অঞ্চলে প্রাণঘাতী এ ভাইরাসের দাপট বেশি পারা তার মধ্যে একটি। মৃত্যুকালে পায়াকানের বয়স ছিল ৬৫; তিনি কায়াপো আদিবাসী গোষ্ঠীর প্রধান ছিলেন। পায়াকানের মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশবাদী সংগঠন প্লানেট অ্যামাজনের প্রতিষ্ঠাতা গের্ত-পিতের ব্রু বলেন, ‘অ্যামাজন রক্ষায় বিশ্বজুড়ে আদিবাসীদের জোট গড়ার লক্ষ্যে সারাটা জীবন ধরে কাজ করেছেন তিনি। তিনি তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। আমরা অনন্য এক পথপ্রদর্শককে হারালাম।’

সর্বশেষ খবর