রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

পুলিশে আক্রান্ত সাড়ে ৮ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে পুলিশের এ পর্যন্ত ৮ হাজার ৫৪৪ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২২ জন। এর মধ্যে ২ হাজার ৬৪ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। গতকাল পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে আক্রান্তের মধ্য থেকে স্স্থু হয়ে কাজে ফিরেছেন ৫ হাজার ৩০৩ জন। মারা গেছেন ৩০ জন পুলিশ সদস্য। কোয়ারেন্টাইনে আছেন ৮ হাজার ২৩৭ জন আর আইসোলেশনে আছেন ৩ হাজার ১৭৫ জন। এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে এ বাহিনীর মোট আক্রান্ত ৫৫৫ জন। ফায়ার সার্ভিসে সারা দেশে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৪ জন এবং আইসোলেশনে আছেন ৮৯ জন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ৬, ব্যাটালিয়ন আনসার ১৭৬, মহিলা আনসার ৩, সাধারণ আনসার ৩৫৪, কর্মচারী ২, ভিডিপি সদস্য ৩, বিশেষ আনসার ৩, উপজেলা প্রশিক্ষক ২, উপজেলা প্রশিক্ষিকা ১, পাচক ১ ও হিল আনসার ৪ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৭৯ জন এবং ঢাকার বাইরে ১৭৬ জন। এ পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩১৮ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার ৫৭ শতাংশের বেশি। এদিকে কারাগারে আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন আছেন মোট ৪৮ জন। এ ছাড়া কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৪২ জনকে। কারাসূত্র জানিয়েছেন, আক্রান্তের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন মেডিকেল অফিসার রয়েছেন। নারায়ণগঞ্জের ৩ কারারক্ষী, নরসিংদীর ১ কারারক্ষী, গাজীপুরের ১ কারারক্ষী, চট্টগ্রামের ৬ কারারক্ষী, খাগড়াছড়ির ১ কারারক্ষী, ব্রাহ্মণবাড়িয়ার ১ কারারক্ষী, চাঁদপুরের ১ কারারক্ষী, কুমিল্লার ১ কারারক্ষী, বগুড়ার ১৫ কারারক্ষী, পাবনার ৪ কারারক্ষী, রংপুরের ২ কারারক্ষী, খুলনার ৮ কারারক্ষী, যশোরের ১ কারারক্ষী, নেত্রকোনা কারাগারের একজন ডিপ্লোমা নার্স ও ভোলার ১ কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর