রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা
করোনার অ্যান্টিবডি কিট

ঔষধ প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য  কেন্দ্র উদ্ভাবিত করোনা অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন ঔষধ প্রশাসন অধিদফতরে জমা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এখন কিটের ভবিষ্যৎ নিয়ে অধিদফতরের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে গণস্বাস্থ্য  কেন্দ্র।

এ প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএসএমএমইউ কর্তৃপক্ষ আমাদের এন্টিজেন কিটের একটি প্রতিবেদন পাঠিয়েছে। ঔষধ প্রশাসন অধিদফতরকেও পাঠিয়েছে। তিনি বলেন, গণস্বাস্থ্য ও বিএসএমএমইউ যৌথভাবে জাতির এই মহাদুর্যোগের দিনে ১৭ কোটি মানুষের জীবনে একটি সুসংবাদ বয়ে এনেছে। সবারই অভিনন্দন প্রাপ্য। প্রধানমন্ত্রী নিশ্চয়ই একটা আশা নিয়ে গণস্বাস্থ্যকে বিভিন্ন সহযোগিতা দিয়েছেন। সেটা ফলপ্রসূও হয়েছে। গণমাধ্যমে দেখেছি, ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, ইতিবাচক প্রতিবেদন পেলে তিনি নিবন্ধন দেবেন, এমনকি বিশেষজ্ঞ কমিটিতেও পাঠাবেন না। এটাই যৌক্তিক। আমরা এখন ঔষধ প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায়। এ দিকে তিনি এন্টিজেন কিট দ্রুত পরীক্ষার জন্য বিএসএমএমইউয়ের প্রতি আহ্বান জানান। ডা. জাফরুল্লাহ বলেন, আমাদের কিটের কার্যকারিতা কতটুকু তা বৈজ্ঞানিক আলোচনার বিষয়। কিটের উন্নয়নের বিষয় একটি চলমান প্রক্রিয়া। তাই এ বিষয়ে আমরা বিএসএমএমইউয়ের ক্রমাগত সহযোগিতা চেয়েছি। তারা আমাদের এন্টিজেন কিটটি দ্রুত পরীক্ষা করে দিক। আর তারা আনুষ্ঠানিকভাবে যেটা বলেছে, সেটাই হোক ভিত্তি। সতর্ক থাকতে হবে, লাল ফিতা যাতে সময়ক্ষেপণ করতে না পারে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর