রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় আক্রান্ত মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

করোনায় আক্রান্ত মাশরাফি

প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত গোটা পৃথিবী। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গতকাল পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৪২৫ জন। কভিড-১৯ আক্রান্ত তালিকায় এখন নতুন নাম বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত দুই-তিনদিন গলা ব্যথা, জ্বর, শরীর ও মাথা ব্যথা থাকলে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি শুক্রবার নমুনা পরীক্ষা করেন। গতকাল পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। উল্লেখ্য, তার শাশুড়ি ও স্ত্রীর বোন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জ্বর ও শরীর ব্যথা ছাড়া এখন পর্যন্ত আর কোনো উপসর্গ নেই এখন পর্যন্ত ৩৬ বছর বয়স্ক মাশরাফির। দেশে করোনাভাইরাস শুরুর পর থেকে সংসদ সদস্য মাশরাফি নিজ নির্বাচনী এলাকায় মানুষের সহায়তা করে আসছেন। দুবার নড়াইলও যান অসহায় মানুষদের দেখতে। এলাকার মানুষদের সার্বক্ষণিক চিকিৎসার জন্য তিনি মোবাইল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। করোনা রোগীদের সেবার করার জন্য ডাক্তার, নার্স, সেবা সংস্থাগুলোকে ৫০০ পিপিই দান করেন। এছাড়া নিজ এলাকার ১২০০ লোককে নিজ অর্থায়নে খাদ্যদ্রব্যও দেন। করোনাভাইরাসে বিপর্যস্ত লোকদের সহায়তা করতে মাশরাফি তার ১৮ বছরের প্রিয় ব্রেসলেট নিলামে তোলেন। ৪২ লাখ টাকায় বিক্রি হয় সেটা। সেই অর্থ তার নিজস্ব ফাউন্ডেশন থেকে দুস্থ মানুষকে সহায়তা করছেন। বাংলাদেশের অন্যতম সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি নেতৃত্ব ছাড়েন মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে। তবে এখনো ওয়ানডে খেলবেন বলে জানিয়েছেন। তার অধিনায়কত্বে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ট্রফি জয় লাভ করে ২০১৯-এর বিশ্বকাপ ক্রিকেটের আগে। তার নেতৃত্বে বাংলাদেশ এশিয়া কাপে রানার্স আপ, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে। ক্যারিয়ারে ২২০ ওয়ানডে খেলে ২৭০ উইকেট নেন। ৩৬ টেস্টে ৭৮ এবং ৫৪ টি-২০ ম্যাচে ৪৩  উইকেট নেন মাশরাফি। মাশরাফি ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন ক্রিকেটার নাফিস ইকবাল ও আশিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর