মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় মৃত ১৫০০ ছাড়াল

শনাক্ত ১ লাখ ১৫ হাজার

বিশেষ প্রতিনিধি

করোনায় মৃত ১৫০০ ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫০২ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪৮০ জনের দেহে। দেশে এখন পর্যন্ত এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হলেন ৪৬ হাজার ৭৫৫ জন।

গতকাল করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪  ঘণ্টায় ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ এবং ৬২টি ল্যাবে ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ছয় লাখ ২৭ হাজার ৭১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৩০ শতাংশ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রয়েছেন ৩৩ জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের তিনজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে চারজন, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট বিভাগের একজন বাসিন্দা মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ২৫ জন এবং বাসায় ১২ জন মারা গেছেন। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে। সারা দেশের কোথায় কোথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন এবং নতুন রোগী শনাক্ত হলেন এবং তার সবশেষ খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা- দিনাজপুর : জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০৭ জন। যার মধ্যে পুরুষ ৩৫৮ জন, নারী ১২৪ জন ও শিশু ২৫ জন রয়েছে। বর্তমানে ২৩৫ জন হোম আইসোলেশনে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৮ জন, হাসপাতালে ভর্তি ১৪ জন এবং মারা গেছেন ৮ জন। গত ২৪ ঘণ্টায় সাতজন সুস্থসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩২ জন। কুমিল্লা :  জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৮৩ জন করোনায় মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৭৪ জনসহ নতুন করে জেলায় আরও ১১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৯২ জন। নতুন ২২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৯৯। মানিকগঞ্জ : জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা  দাঁড়িয়েছে ৪৯৬ জন। এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ২৮৬ । গাজীপুর : জেলায় গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৯৮৩ জনে। নতুন করে আক্রান্ত হওয়া ৭৩ জনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে ২৭ জন, কালিয়াকৈরে ২০ জন, কালীগঞ্জে ৮ জন, কাপাসিয়ায় দুজন ও শ্রীপুর উপজেলায় ১৬ জন। চাঁদপুর : জেলায় আরও ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৬১৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ৪৬ জনের। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, ঢাকা থেকে করোনা টেস্টের রিপোর্ট এসেছে ৩৩৫টি। তার মধ্যে ৫০টি পজিটিভ। নতুন আক্রান্ত চাঁদপুর সদরে ৩৪ জন, মতলব উত্তরে ৬ জন, হাজীগঞ্জে দুজন, মতলব দক্ষিণে চারজন, ফরিদগঞ্জে দুজন, শাহরাস্তিতে একজন, কচুয়ায় একজন। নোয়াখালী : জেলায় একদিনে নতুন করে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৬০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৭০৭ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৪০ জনের। লক্ষ্মীপুর : গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭৬ আর চিকিৎসাধীন রয়েছে ৩০৬ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে এক র‌্যাব সদস্যসহ নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন। এর মধ্য ৩১ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন দুজন। বিশ্বনাথ (সিলেট) : উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন নারী-পুরুষসহ ছয়জন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩ জনে। আক্রান্তদের মধ্যে রয়েছেন উপজেলা সদরের পূবালী ব্যাংক কর্মকর্তা এম এ রব, থানা পুলিশের এসআই রত্না বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিকুল ইসলাম, সদর ইউনিয়নের সেনারগাঁও গ্রামের নুরুন নেছা, একই গ্রামের আবদুল হান্নান, খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্র গ্রামের প্রান্তী সেনাপতি ও দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের তখলিছ আলী।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর