বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

বেহাল করোনা চিকিৎসা

বেহাল করোনা চিকিৎসা

করোনাভাইরাস সংক্রমিত জাতীয় দুর্যোগে বেহাল করোনা চিকিৎসা। নজিরবিহীন সংকট চলছে এখন হাসপাতালগুলোয়। নেই পর্যাপ্ত শয্যা ও আইসিইউ সুবিধা। কিট সংকটে টেস্টও হচ্ছে ঢিমেতালে। ল্যাবে জমছে নমুনার স্তূপ, বাড়ছে উপসর্গ নিয়ে অপেক্ষমাণ মানুষের সারি। যারা টেস্ট করাতে পারছেন তাদের রিপোর্ট মিলছে না ২০ দিনেও। করোনার প্রাদুর্ভাবে দেশের চিকিৎসাব্যবস্থায়ই যেন দুর্যোগ নেমে এসেছে। চিকিৎসাসেবার এমন করুণ চিত্র উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর