বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

এবিবির পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ

নিজস্ব প্রতিবেদক

এবিবির পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ

ইব্রাহিম খালেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, ব্যাংক মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বাংলাদেশ (এবিবি) একটি সমিতি। যারা ব্যাংকের অভ্যন্তরীণ কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নয়। বাণিজ্যিক সংগঠনের মতো তাদের কাজ। ব্যাংকের কাজ পরিচালিত হবে অভ্যন্তরীণ নীতিমালার মাধ্যমে। সম্প্রতি এবিবির পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমানো বা বিজ্ঞাপন বন্ধের বিষয়ে তার কোনো আইনগত অধিকার নেই। তাদের এই পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে  আলাপকালে ইব্রাহিম খালেদ বলেন, প্রতিটি ব্যাংকের নিজস্ব বোর্ড আছে, ব্যবস্থাপনা আছে। ব্যাংকের যাবতীয় কর্মপ্রণালি বা বেতন-ভাতা বাড়ানো-কমানো, বিজ্ঞাপন বন্ধ করা বা না করাসহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের। করোনা সংকটে স্বাভাবিকভাবে ব্যাংকিং খাত চাপে রয়েছে। তাই বলে সব ব্যাংক মুনাফা করতে পারছে না এমনটি নয়। এই সংকট সময়ে একটি সমিতি যে ধরনের আবেদন করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনা কর্মীদের বেতন কমাতে পারে যদি মুনাফা না হয়ে থাকে। কিন্তু ঢালাওভাবে সবার বেতন কমানো দরকার এটা বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, এবিবির ঘোষণা অনেক ব্যাংক থেকে মানাও হয়নি। কিছু ব্যাংক ঘোষণা দিয়েছে কারও বেতন কমানো হবে না। কাউকে ছাঁটাই করা হবে না। যাদের মুনাফা ঠিক আছে তারা বেতন বাড়াতেও পারে। যেহেতু সবাই ঝুঁকি নিয়ে কাজ করছে। ইব্রাহিম খালেদ বলেন, ব্যাংকের বিজ্ঞাপন বন্ধের যে কথা বলা হয়েছে সেটাও অযৌক্তিক। বিজ্ঞাপন বন্ধ করলে গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংক নিজেও ক্ষতিগ্রস্ত হবে। কারণ প্রচার ছাড়া এই বাজারে কোনো প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে না। ব্যাংকগুলো বিভিন্ন প্রোডাক্টের প্রচার না করলে তারা কীভাবে চলবে? গ্রাহকের কাছে বিভিন্ন সুবিধা বা প্রোডাক্ট সম্পর্কে তুলে ধরতে হবে। বাণিজ্য বাড়াতে হলে এটা অবশ্যই দরকার। এবিবির এ ধরনের সিদ্ধান্ত খুবই নিন্দনীয়।

সর্বশেষ খবর