বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনা

নিজস্ব প্রতিবেদক

তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনা

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পুরো বিশ্বে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনা ঘটছে। সারা বিশ্বের শিক্ষাব্যবস্থাই ক্ষতির মুখে পড়েছে, শুধু আমাদেরই ক্ষতি হচ্ছে না। করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে গতকাল গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, তবে এখন তো বাসায় পড়ালেখা করার ভালো সুযোগ। অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের বাসায় পড়ালেখায় ব্যস্ত রাখা উচিত, যাতে সময়টার সদ্ব্যবহার হয়। এ সময়টাতে পড়ালেখায় এগিয়ে থাকলে করোনাখালে যে ক্ষতি হয়েছে, তা কিছু পুষিয়ে নেওয়া যাবে। অনলাইনে ক্লাস করার জন্য সব শিক্ষার্থীর সক্ষমতা নেই। লেখাপড়াটা আসলে অশরীরী হয় না, লেখাপড়া শিখতে হয় একটি সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে। এজন্য ক্লাসরুম প্রয়োজন হয়, শিক্ষকের দরকার হয় এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ দরকার হয়। মানবসভ্যতা অনেক এগোলেও করোনাভাইরাস মানুষের স্বরূপ উন্মোচন করে দিয়েছে বলে মনে করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সাধারণ মানুষের এখন কোনো নিরাপত্তা নেই। সর্বত্র দুর্নীতি ও অনিয়ম দেখা যাচ্ছে। বিশ্বজুড়ে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ছে। আমাদের দেশেও কিছু মানুষ অতিধনী হচ্ছে, কিছু মানুষ অতিদরিদ্র হচ্ছে। আজীবন সাম্যবাদী দর্শনচর্চা করেছি। আজীবন বিরাজমান নিপীড়ক ব্যবস্থাকে প্রশ্ন করে গেছি।

মানুষের মুক্তির জন্য, সমাজব্যবস্থাকে বদলানোর স্বার্থেই লড়েছি। এখনো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, মানুষের মুক্তি মেলেনি।

সর্বশেষ খবর