বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা
সিলেট

করোনা চিকিৎসা নাগালে নেই

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে দুটি বেসরকারি হাসপাতালে কভিড-১৯-এর চিকিৎসা শুরু হলেও তা সাধারণ মানুষের নাগালের বাইরে। আকাশছোঁয়া বিলের কারণে মধ্যবিত্তরাও যেতে পারছেন না এ দুটি হাসপাতালে। চিকিৎসাভেদে ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোয় বিল ধরা হচ্ছে ২৫ থেকে ৪০ হাজার টাকা। বিলের চাপে অনেকে চিকিৎসা অসম্পূর্ণ রেখেই হাসপাতাল থেকে রোগীদের বাসায় নিয়ে যাচ্ছেন। বিনা চিকিৎসায় কয়েকজন রোগীর মৃত্যুর পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কড়া হুঁশিয়ারির পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল ও নর্থইস্ট হাসপাতালে কডিভ রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসাসেবা ও বিল নিয়ে রোগীর স্বজনদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। ১৫ জুন বিকাল ৪টা ৪১ মিনিটে নগরের বালুচরের নাজমা খানম নামের কভিড আক্রান্ত এক নারীকে ভর্তি করা হয় মাউন্ট এডোরা হাসপাতালে। পরদিন বিকাল ৩টা ২৫ মিনিটে তাকে হাসপাতাল থেকে নিয়ে যান তার স্বজনরা। ২৩ ঘণ্টা চিকিৎসা বাবদ হাসপাতালের বিল আসে ২৬ হাজার ৬৩৫ টাকা। এর মধ্য থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড় দেন ১ হাজার ১৩৫ টাকা। ২৫ হাজার ৫০০ টাকা বিল পরিশোধ করে স্বজনরা রোগীকে বাসায় নিয়ে যান। পরে বাসায় রেখে তাকে অক্সিজেন দেওয়া হয়। ২৩ ঘণ্টার ওই বিলের মধ্যে দেখানো হয়েছে রোগীকে মাত্র ৭ ঘণ্টায় ৫ লিটার করে অক্সিজেন দেওয়া হয়েছে। মাউন্ড এডোরা থেকে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা বিল কিছুটা কম হলেও সেবা নিয়ে অসন্তোষ রয়েছে রোগীর স্বজনদের। ওই হাসপাতালের বিলও মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে। তবে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী জানান, রোগীর অবস্থার ওপর নির্ভর করে তাকে ঘণ্টায় কত লিটার অক্সিজেন দিতে হবে। অক্সিজেনের পরিমাণের ওপর নির্ভর করে বিল। তবে তাদের হাসপাতালে বিল সাধারণ রোগীর নাগালের মধ্যে বলে দাবি করেন তিনি।

সর্বশেষ খবর