বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা
ময়মনসিংহ

বেসরকারি হাসপাতালে যত স্বেচ্ছাচারিতা

ময়মনসিংহ প্রতিনিধি

কভিড-১৯ চিকিৎসার জন্য পাশে নেই ময়মনসিংহের ৩ শতাধিক ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার। সরকারি নির্দেশনা থাকলেও এখন পর্যন্ত বেসরকারি হাসপাতালে কোনো চিকিৎসা দেওয়া হয়নি করোনা আক্রান্তদের। এমনকি নেই আরটি পিসিআর ল্যাবও। আইসিইউ থাকলেও চালু নেই। ফলে সরকারি হাসপাতালই ময়মনসিংহে একমাত্র ভরসা। জানা গেছে, ময়মনসিংহ নগরের প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল, ডেলটা হেলথ কেয়ার, নেক্সাস হাসপাতাল ও সায়েম ডায়াগনস্টিকে আইসিইউ সাপোর্ট রয়েছে। কিন্তু কভিড আক্রান্ত কেউ এখন পর্যন্ত এসব হাসপাতাল থেকে চিকিৎসা নিতে পারেননি। এমনকি ৩ শতাধিক ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের একটিতেও নেই কভিড-১৯ শনাক্তের পরীক্ষা। বেসরকারি হাসপাতালের এমন ভূমিকায় উদ্বিগ্ন চিকিৎসক নেতারাও। ময়মনসিংহ বিএমএ সভাপতি ডা. মতিউর রহমান ভুঁইয়া বলেন, ‘প্রান্ত স্পেশালাইজড হাসপাতালে দুটি, সায়েম ডায়াগনস্টিকে তিনটি, নেক্সাস হাসপাতালে একটি ভেনটিলেটর রয়েছে। সবই ভালো আছে। ইচ্ছা করলেই তারা কভিড-১৯ আক্রান্তদের সাপোর্ট দিতে পারে।’ তিনি আরও জানান, করোনা আক্রান্তদের জন্য প্রতি হাসপাতালেই সরকার নির্ধারিত কিছু শয্যা রাখার কথা। কিন্তু এ নিয়ম কেউই মানছে না। অনেক হাসপাতালে পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকার পরও একটি প্রতিষ্ঠানও কভিড রোগী ভর্তি করেনি। ময়মনসিংহের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল নগরের চুরখাইয়ে অবস্থিত। কমিউনিটি বেজড মেডিকেল কলেজ নামের এ হাসপতালটিতে রয়েছে ৫০০ শয্যা। রয়েছে ৫ শয্যার আইসিইউ। কিন্তু বৃহৎ এ হাসপাতালটিও করোনা আক্রান্তদের কোনো চিকিৎসা দিচ্ছে না।

সর্বশেষ খবর