বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

উদাসীনতার কারণে সংকট

-এহতেশামুল হক চৌধুরী দুলাল

উদাসীনতার কারণে সংকট

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ- এই তিন মাস স্বাস্থ্য অধিদফতর সরকারকে ঘুম পাড়িয়ে রেখেছিল। তাদের উদাসীনতা, অসামঞ্জস্যের কারণে রোগী শনাক্ত, ল্যাব বাড়ানো, চিকিৎসাসেবা নিয়ে এত সমস্যা। তাদের এই উদাসীনতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এই চিকিৎসক নেতা বলেন, ল্যাবগুলোর সক্ষমতা থাকলেও কিটের অভাবে টেস্ট করতে পারছে না। অনেক জায়গায় মাঝে-মধ্যেই কিটের অভাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকছে। এগুলো স্বাস্থ্য অধিদফতরের অব্যবস্থাপনা ছাড়া আর কিছু নয়। প্রতিদিন কত কিট প্রয়োজন পড়ে সে হিসাব করলেই তো মজুদে কত দিন চলবে তা বোঝা যায়। এই মহামারীতে রোগী শনাক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজন অনুযায়ী সময়মতো কিট আমদানি করতে হবে। তাদের উদাসীনতার কারণে কিটের সংকট তৈরি হচ্ছে। প্রাইভেট হাসপাতালে রোগী প্রতারণার ব্যাপারে ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, কিছু বেসরকারি হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠছে। তথ্য-প্রমাণসহ বিভিন্ন গণমাধ্যমে এসব অভিযোগ উঠে আসছে। স্বাস্থ্য অধিদফতর চাইলেই গণমাধ্যমের এসব প্রতিবেদন দেখে তথ্য-প্রমাণ নিতে পারে। তদন্ত কমিটি গঠন করে নিতে পারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা। স্বাস্থ্য অধিদফতরের কাজেই এত অব্যবস্থাপনা, এত প্রশ্ন, তারা অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কখন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর